সংক্ষিপ্ত

বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে উঠল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া সাইট এক্স (আগের টুইটার)-এ পোস্ট করেন শুভেন্দু।

২০ ঘন্টা তল্লাশির মাঝরাতেই ইডির দফতরে গ্রেফতার করে আনা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে তল্লাশি অভিযান শুরু হয় মন্ত্রীর সল্টলেকের বাড়িতে। টানা ২০ ঘন্টা ম্যারথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারীকরা।

তবে এবার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে উঠল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া সাইট এক্স (আগের টুইটার)-এ পোস্ট করেন শুভেন্দু। তিনি লেখেন রেশন বন্টন দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।

 

 

তিনি লেখেন, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচাতেই ২০২১ সালে জ্যোতিপ্রিয়কে খাদ্যমন্ত্রী করেননি মমতা। তবে বেআইনিভাবে টাকা তোলা বন্ধ করতেও চাননি তিনি। তাই জ্যোতিপ্রিয়কে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়। সেখানেই থেমে না থেকে দুর্নীতিগ্রস্ত প্রাক্তন আইএএস অফিসার এ সুব্বিয়াকে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের এমডি করা হয়।' তিনি আরও বলেন 'কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের মন্ত্রী-ইন-চার্জ মমতা নিজেই। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ভাবে না চাইলে একজন দুর্নীতিগ্ৰস্ত অবসরপ্রাপ্ত আমলাকে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের নিয়োগ করা হত না।'

রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে ইডি সূত্রে খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন নীচের লিংকে

https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D