- Home
- West Bengal
- Kolkata
- অবশেষে DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত শতাংশ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন?
অবশেষে DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত শতাংশ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন?
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জলঘোলা।
কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে ৩ শতাংশ হাতে ডিএ দেবে। সব মিলিয়ে কর্মীদের ডিএ ৫৩ শতাংশ।
সেখানে এখনও মমতা সরকার ডিএ ঘোষণা করল না। যা নিয়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। এরই মাঝে দিলেন কড়া বার্তা।
গতবার লোকসভা নির্বাচলেন পর ৪ শতাংশ ডিএ বেড়েছিল রাজ্য সরকারী কর্মীদের। গতবার বড়দিনের সময় ডিএ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের চিত্রটা খানিক আলাদা। এখনও ডিএ ঘোষণা করেননি। যা নিয়ে আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা।
এরই মাঝে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন এখনই বাড়ছে না ডিএ।
খানিকটা চড়া সূরে বলেন, কেন্দ্রের মতো ডিএ দিতে পারবেন না। কারণ রাজ্যেক আর্থিক অবস্থা অতটা উন্নত নয়।
তিনি বলেন, এতে কারও সমস্যা থাকলে সে কেন্দ্রীয় সরকারি চাকরি করতে পারে। কিন্তু আপাতত ডিএ দিতে পারবে না রাজ্য সরকার।
এই নিয়ে ক্রমে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। একাংশের দাবি, মমতা সরকার বিভিন্ন ভাতা বাড়াতে পারলেও ডিএ দিচ্ছে না।
আপাতত দেখার মমতা সরকারের এই সিদ্ধান্তের বদল হয় কি না। কবে বাড়বে ডিএ সেদিকে তাকিয়ে সকলে।