মমতা (Mamata Banerjee) এদিন বললেন, ‘বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছেন। ২৯ আসন আমরা পেয়েছি’। তবে তিনি জানিয়েছেন কারচুপি করে পাঁচটা আসনে হারানো না হলে তাঁর দল ৩৪’টি আসন পেত রাজ্যে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠকে স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে কড়া ভাষায় তোপ দেখে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বললেন বিজেপির আয়ু নাকি ২-৪ বছরের বেশি নেই। তাই বাংলা ওদের টার্গেট। তবে সবাইকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী দিন বললেন, ‘এতে ভয়ের কি আছে। ওদের আয়ু দু-তিন মাস আমরা পাঁচ বছর আছি।’

ঝাঁঝ আরও বাড়িয়ে মমতা (Mamata Banerjee) এদিন বললেন, ‘বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছেন। ২৯ আসন আমরা পেয়েছি’। তবে তিনি জানিয়েছেন কারচুপি করে পাঁচটা আসনে হারানো না হলে তাঁর দল ৩৪’টি আসন পেত রাজ্যে।

মমতার দাবি, বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বাংলার ভোটার তালিকায় কারচুপির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, “পঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে সব কিছু করা হচ্ছে, আর নির্বাচন কমিশনের আশীর্বাদেই এসব সম্ভব হচ্ছে।”

তৃণমূল কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। ২০২৬ সালে আবার খেলা হবে, সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্য দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে ধর্না দিন।”

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কংগ্রেসের বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, “২০০১ সালেই তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত।”

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৬-এর ভোটের কথা মাথায় রেখে রাজ্যের সব নেতাকর্মীদের এক হওয়ার বার্তা দিয়েছেন নেত্রী। সেইসময় মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে এলো আইপ্যাক প্রসঙ্গ। তৃণমূল সুপ্রিমো বললেন, ‘পিকে প্রশান্ত কিশোরের আইপ্যাক এটা নয়। ওরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু এরা নতুন টিম। এদের সাহায্য করতে হবে। সবাই এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। সবাই মিলে কাজটা করতে হবে।’