সংক্ষিপ্ত
ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চে যোগ দেন দল নেত্রী। সেখানে মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বনধের আবহেই ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হল। যেখানে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-র ডাকা নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতির কথা সকলের জানা। পুলিশ কীভাবে সাধারণ মানুষের অভিযান বানচাল করার জন্য প্রচেষ্টা চালিয়েছে তা দেখেছেন সকলে। ঘটনায় সাধারণ মানুষ ও পুলিশের সংঘর্ষের কথা কারও অজানা নয়। সেই ঘটনার প্রতিবাদে আজ বাংলা বনধের আহ্বান করে বিজেপি। আর আজই ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চে যোগ দেন দল নেত্রী। সেখানে মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, জুনিয়র ডাক্তারেরা যখন দেশ জুড়ে আন্দোলন করছিলেন, আমরা কিন্তু কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি। কারণ আমি মনে করেছিলাম ওঁদের আন্দোলনা সংগত। ওরা এদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু, দিল্লিতে ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল। … সুপ্রিম কোর্ট বলেছিল, এখনও পর্যন্ত যাঁরা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে কিছু করবেন না। পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম। আজ কত দিন হল? আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমার তাঁদের প্রতি সমর্থন ছিল, আছে, থাকবে। তবে আমি বলব, আপনারা তো মানবিক। সুপ্রিম কোর্টও অনুরোধ করেছে সবাইকে কাজে যোগ দিতে। অনেক গরিব লোক চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। গরিবরা কোথায় যাবে? অনের পরিষেবা আপনারা দেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আন্দোলন করেছেন কিন্তু আমরা কোনও ব্যবস্থা নিইনি। কোনও ব্যবস্থা নেব না। কিন্তু, এ বার আস্তে আস্তে কাজে যোগদান করুন। আমি কোনও পদক্ষেপ নিতে চাই না।