সংক্ষিপ্ত

মমতা সরকার সুপ্রিম কোর্টে এই ২১ জন উকিল মোতায়েন করেছেন আরজিকর চিকিৎসক হত্যা কাণ্ডে। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই উকিলের তালিকা প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। দেখে নিন কোন কোন উকিল আছেন এই তালিকায়-

 

আরজিকরের যে ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ। ক্ষোভে ফেঁটে পড়ছেন রাজ্য-সহ দেশের প্রতিটি মহিলা। যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় মহিলা ডাক্তার-কে, এবার তাঁর বিরুদ্ধে কোর্টে দাঁড়াবেন ৯ জন মহিলা-সহ ২১ জনের একটি উকিলের দল। মমতা সরকার সুপ্রিম কোর্টে এই ২১ জন উকিল মোতায়েন করেছেন আরজিকর চিকিৎসক হত্যা কাণ্ডে। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই উকিলের তালিকা প্রকাশ করেছেন। দেখে নিন কোন কোন উকিল আছেন এই তালিকায়-

১) সিনিয়ার এডভোকেট কপিল সিবাল

২) সিনিয়ার এডভোকেট মেনখা গুরুস্বামী

৩) সঞ্জয় বাসু

৪) আস্থা শর্মা

৫) নিপুণ সাক্সেনা

৬) অঞ্জু থমাস

৭) অপরাজিতা জামওয়াল

৮) সঞ্জিব কৌশিক

৯) মন্তিকা হরিয়ানি

১০) শ্রেয়াস অওয়াস্তি

১১) উৎকর্স প্রতাপ

১২) প্রতিভা যাদব

১৩) লিজু শিনেহ কন্যাক

১৪) রিপুল সোয়াতি কুমারি

১৫) লভকেশ ভমবানী

১৬) অরুণিমা দাস

১৭) দিবাদীপ্তা দাস

১৮) অর্চিত আদলাখা

১৯) আদিত্য রাজ পান্ডে

২০) মহরিন গর্গ

২১) শিরসত্য মোহান্তি

নয় জন মহিলা উকিল তার মধ্যে একজন আবার বাঙালি মহিলা উকিল -(অরুণিমা দাস) দাঁড়াবেন তিলোত্তমার বিরুদ্ধে। যদিও এই তালিকা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি। প্রসঙ্গত, এই বিষয়ে উচ্চপদস্থ এক সিবিআই (CBI) আধিকারিক বলেন, ‘আমরা জেনেছি, সেখানে ডাক্তার এবং প্রশাসনের একটি চক্র রয়েছে। যারা কিনা টাকার পরিবর্তে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং দেওয়ায় জড়িত ছিল। যে সকল চিকিৎসক নিজেদের পছন্দের মেডিক্যাল কলেজে বদলি চাইতেন, তাঁদের থেকে ২০-৩০ লক্ষ টাকা করে নেওয়া হতো’।