- Home
- West Bengal
- Kolkata
- বছর শেষে দুর্দান্ত খবর শোনাল কলকাতা মেট্রো, সুখবর শুনে চওড়া হাসি যাত্রীদের মুখে! লাভ পাবেন আপনিও
বছর শেষে দুর্দান্ত খবর শোনাল কলকাতা মেট্রো, সুখবর শুনে চওড়া হাসি যাত্রীদের মুখে! লাভ পাবেন আপনিও
ডিসেম্বর শেষ হতে এখনও বেশ কয়েকটা দিন। তারপরেই নতুন বছর। এই বছর শেষেই দুর্দান্ত খবর শোনাল মেট্রো রেল। বলা ভালো বছর শেষের উপহার দিল কলকাতা মেট্রো। নেওয়া হল বড় সিদ্ধান্ত। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী।

বছর শেষে দারুণ খবর শোনাল মেট্রো রেল। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী।
মেট্রো রেলের তরফে নেওয়া হল বড় সিদ্ধান্ত। বলা ভালো বছর শেষের উপহার দিল কলকাতা মেট্রো।
মেট্রোর তরফে জানানো হয়েছিল যে ভাড়া বাড়ানো হবে।
ব্লু লাইনে শেষ মেট্রোর ভাড়া বৃদ্ধির কথা এর আগে জানান হয়েছিল।
তবে সেই ভাড়া এখনই বৃদ্ধি করছে না মেট্রো রেল।
'টেকনিক্যাল কারণে' আপাতত সিদ্ধান্ত স্থগিত, এমনটাই সোশাল মাধ্যমে পোস্ট করে জানান হয়েছে।
শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই লোকসান এড়াতে এবার থেকে শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন ভাড়া কার্যকর করার কথা ছিল ১০ ডিসেম্বর থেকে।
কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়া শেষ মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ ১৫, ২০, ২৫ যা ভাড়া থাক, তার সঙ্গে ১০ টাকা বেশি দিতে হত।
সেই মতো আজ থেকেই ভাড়া বাড়ত। তবে এখনই সেই ভাড়া বাড়ানো হচ্ছে না বলেই জানান হল রেলের তরফে।