কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রের উদ্বোধন মঞ্চে অনুপস্থিত মিঠুন চক্রবর্তী, মমতা সরকারের সমালোচনা দিলীপ ঘোষ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রের উদ্বোধন মঞ্চে অনুপস্থিত মিঠুন চক্রবর্তী। যা নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেলন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

/ Updated: Dec 16 2022, 02:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার উদ্বোধন হলো কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে নিমন্ত্রণ পেলেন না বা আসেননি মিঠুন চক্রবর্তী। যা নিয়ে শুক্রবার রীতিমত ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন তৃণমূলের জমানায় বাংলার সিনেমাতেও রাজনীতির রং লেগেছে। বাংলায় শুধু সিনেমা নয়, সবকিছু রাজনীতিতে চলে এসেছে বলেও দিলীপ ঘোষ অভিযোগ করেন। দিলীপ ঘোষের কথায় 'যত ইনস্টিটিউট আছে সেখানে রাজনীতি হয়। এমনকি চিফ সেক্রেটারিয়েট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে। আমাদের ডাক তো পড়েই না চিফ সেক্রেটারি থেকে মুখ্যমন্ত্রী থেকে কোনও অফিসার অ্যাপয়েনমেন্ট দেয়না। একটা চিঠি নিয়ে গেলে কেউ নেয় না। বলে বাইরে টেবিলে রেখে দিন।' এটা আমাদের সঙ্গে এই সমস্যা চলছে। কেবল একটি পার্টির লোকরাই সরকারি সব সুবিধা পায় বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন একটা দলের লোকদেরও শুধু ডাকা হয়। সরকারি অনুষ্ঠানে তারাই যাবেন। অন্য পার্টির মানুষকে সেখানে ডাকা হবে না। আর যদি তার বিরোধী হয় তাহলে তার তো কোনো জায়গায় নেই। মিঠুন চক্রবর্তীকে অনুষ্ঠান মঞ্চে না দেখে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

Read more Articles on