Mithun Chakraborty: বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ থেকে শুরু করে গত এক দশকে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।
KNOW
Mithun Chakraborty Controversy: কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে দায়ের হওয়া প্রতারণার অভিযোগের পাল্টা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে স্বস্তি পেলেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে আপাতত রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের বলা হয়েছে, এখনই মিঠুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্ত চলবে। মিঠুনের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগে বলা হয়, নিজের হোটেলে অন্দরসজ্জার কাজ করিয়ে নিয়ে তার জন্য প্রাপ্য অর্থ দেননি মিঠুন। যাঁরা এই কাজ করেন, তাঁদের কয়েক লক্ষ টাকা প্রাপ্য বলে দাবি করা হয়। মিঠুনের বিরুদ্ধে এই প্রতারণার মামলা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। তবে এই অভিনেতাকে স্বস্তি দিল হাইকোর্ট।
আগামী মাসে ফের শুনানি
তামিলনাড়ুর (Tamil Nadu) উটি (Ooty), উত্তরবঙ্গের (North Bengal) কার্শিয়ং-সহ (Kurseong) বিভিন্ন জায়গায় মিঠুনের হোটেল আছে। এর মধ্যে উটি ও কার্শিয়ঙের হোটেল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চিৎপুর থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, উটি ও কার্শিয়ঙের হোটেলে অন্দরসজ্জার কাজ করান মিঠুন। এর জন্য খরচ হয় কয়েক লক্ষ টাকা। কিন্তু সেই টাকা মেটাননি মিঠুন। এই কারণেই তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়। এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানিতে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে কেস ডায়েরি জমা দিতে হবে। এই মামলার তদন্ত চালিয়ে যেতে পারবে কলকাতা পুলিশ। তবে মিঠুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ বিজেপি-র
বিজেপি-র অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মিঠুনের বিরুদ্ধে অতীতে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রেও তেমনই কিছু হয়ে থাকতে পারে। শাসক দলের অঙ্গুলিহেলনেই কলকাতা পুলিশ কাজ করছে বলে অভিযোগ বিজেপি-র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


