- Home
- West Bengal
- Kolkata
- সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? ভাতা পেতে চাইলে দ্রুত এই কাজ করে নিন, নয়া নির্দেশ সরকারের
সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? ভাতা পেতে চাইলে দ্রুত এই কাজ করে নিন, নয়া নির্দেশ সরকারের
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01hznrx8q09nnvvm6cpa0qh4wp/Screenshot-2024-06-06-084424-1717643944672.png?impolicy=All_policy&im=Resize=(690))
রাজ্য সরকারের রয়েছে একাধিক প্রকল্প। এই সকল প্রকল্পের মধ্যে আছে বার্ধক্য ভাতা, রুপশ্রী, কন্যাশ্রী-সহ আরও কত কী।
![](https://static-gi.asianetnews.com/images/01hzs3fv332eng560fbhnk09jd/WhatsApp-Image-2024-06-07-at-15.25.51_eec0f48f-1717755702371.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের মহিলারা পাচ্ছেন এই ভাতা।
সদ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এল নয়া নির্দেশ। এই বিশেষ নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার।
ডিসেম্বর মাস পড়তে আর কদিন বাকি। তার মধ্যে ব্যাঙ্কের আছে একাধিক ছুটি। এই সময়ের মধ্যে এই বিশেষ কাজ করে নিন। তা না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার।
পুরনো অ্যাকাউন্ট যারা তারা সতর্ক হন। ডিসেম্বর মাসে ভাতার টাকা পেতে চাইলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করতে হবে।
এবার আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিন। আধার লিঙ্ক না করলে বিপাকে পড়তে পারেন। সতর্ক হন পুরনো অ্যাকাউন্ট যারা তার।
এরই সঙ্গে ব্যাঙ্কে জমা দিন আপনার আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
এবার থেকে এই সকল নির্দেশ মেনে নিন। তা না হলে সমস্যা দেখা দিতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১০০০ টাকা পান মহিলারা। আবার তপসিলি জাতিরা পান ১২০০ টাকা। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না করলে সমস্যা হতে পারে।
মেনে চলুন সরকারের এই নির্দেশ। সবার আগে পুরনো অ্যাকাউন্ট যারা তারা আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে নিন।