Election Commission News:  এনুমারেশন সংক্রান্ত কাজকর্ম এবং বিএলও-দের যাতে সমস্য়ায় পড়তে না হয় তারজন্য একগুচ্ছ নতুন সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Election Commission News: বিএলও-দের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সার্ভারের কারণে এনুমারেশন ফর্ম আপলোড করতে সমস্যা হচ্ছে। বারবার এমনই অভিযোগ জানিয়েছিল বিএলও-রা। আর শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানালেন, সোমবার দুপুর একটাই রাজ্যের সব টেলিকম সংস্থাগুলোর সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে এই সমস্যার আসু সমাধান করা হবে। 

কী বলছে নির্বাচন কমিশন?

রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সার্ভারের জন্য বিএলও-রা এনুুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে পারছেন না। ফলে নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে অনেকেই ব্যর্থ হচ্ছেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের।

 শুক্রবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তারপর রাজ্যের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার নির্দেশ দেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কে অবিলম্বে রাজ্যে থাকা টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলে অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে।

পাশাপাশি এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানান আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকায় একমাত্র তাঁদেরই নাম থাকবে যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত, ব্লক অফিস, পৌরসভা, পুরসভা, মহকুমা শাসকের দফতর এবং জেলাশাসকের দফতরে এই তালিকা সকলের জন্য টাঙানো হবে। এর পাশাপাশি সিইও র ওয়েবসাইটেও দেখা যাবে খসড়া ভোটার তালিকা।

 একেবারেই বুথ স্তরে প্রত্যেকের নাম প্রকাশ করা হবে। তবে এই তালিকার পাশাপাশি আরেকটি তালিকা প্রকাশ করা হবে যেখানে আরও চারটে ভাগ থাকবে। মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, ভুয়ো ভোটার এবং স্থানান্তরিত ভোটারের নামের তালিকা। খুব স্বাভাবিকভাবেই তাই এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন সকলে। তবে এই তালিকা চূড়ান্ত নয়।

 এই তালিকায় যাদের নাম বাদ গিয়েছে, নামের বানান ভুল আছে, ঠিকানা ভুল আছে সেই সব কিছু সংশোধন যেমন করা যাবে। ঠিক তেমনি যদি কেউ চান নতুন ভাবে নাম এই ভোটার তালিকায় তুলবেন তাহলে তাকে ৬ নম্বর ফর্ম পূরণ করে আগামী ৮ই জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকের কাছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ৭ ফেব্রুয়ারি। আর এই ভোটার তালিকাতেই আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে পশ্চিমবঙ্গে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।