সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। ভাইরাল হওয়া অডিও ক্লিপে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কি কর্তৃপক্ষ সত্যিই আত্মহত্যা বলে দায় এড়াতে চেয়েছিল? এক নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই অডিও ক্লিপ। তবে এশিয়ানেট নিউজ বাংলা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে এক মহিলা কণ্ঠ মৃতা চিকিৎসকের বাবাকে ফোন করে বলছেন, 'ওনার অবস্থা খুবই খারাপ। আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন।' মৃতা চিকিৎসকের বাবা বলেন, 'কী হয়েছে সেটা বলো না?' এরপর ওই মহিলাকণ্ঠে শোনা যায়, 'সেটা ডাক্তার বলবে। আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে।' এরপর মৃতা চিকিৎসকের বাবা বলেন, 'আপনি কে বলছেন বলুন তো?' তখন মহিলা কণ্ঠে শোনা যায়, 'আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। আমি ডাক্তার বলছি না।' এরপর মৃতা চিকিৎসকের বাবা বলেন, 'ডাক্তার নেই ওখানে কেউ?' তখন মহিলা কণ্ঠে শোনা যায়, 'আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। আপনারা আসুন। এসে যোগাযোগ করুন।' এরপর মৃতা চিকিৎসকের মা বলেন, 'ওর কী হয়েছিল কী? ও তো ডিউটিতে ছিল।' এরপর মহিলা কণ্ঠে শোনা যায়, ‘আপনারা জলদি চলে আসুন। যতটা তাড়াতাড়ি পারবেন।’

দ্বিতীয় অডিও ক্লিপে আত্মহত্যার দাবি

প্রকাশ্যে আসা দ্বিতীয় অডিও ক্লিপে মৃতা চিকিৎসকের বাবা-মাকে মহিলা কণ্ঠের বলতে শোনা যাচ্ছে, 'উনি সুইসাইড করেছেন হয়তো। বা মারা গিয়েছেন। পুলিশ রয়েছে। আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি। ফোন করছি।' এরপর তৃতীয় অডিও ক্লিপে মহিলা কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘ওর একটু শরীরটা খারাপ হয়েছে। আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট?’ তখন মৃতার বাবা বলেন, 'কেন, কী হয়েছে কী?' তখন মহিলা কণ্ঠে শোনা যায়, 'ওর শরীরটা খারাপ। ওকে ভর্তি করা হয়েছে। আপনারা কি ইমিডিয়েট আসতে পারবেন?' এরপর মৃতা চিকিৎসকের বাবা ফের বলেন, 'কী হয়েছে কী সেটা বলবেন তো।' তখন মহিলা কণ্ঠে শোনা যায়, 'সেটা তো ডাক্তাররা বলবে। আপনারা এলে। আমরা আপনার নাম্বার জোগাড় করলাম। জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন।' এরপর মৃতা চিকিৎসকের বাবা ফের জিজ্ঞাসা করেন, 'কী হয়েছে বলো না তুমি।' তখন মহিলা কণ্ঠে শোনা যায়, 'পেশেন্টের শরীরটা খারাপ। ভর্তি হয়েছে হসপিটালে। আপনারা এলে ডাক্তার বলবেন।' সে কথা শুনে মৃতা চিকিৎসকের মা বলেন, 'ওর কি জ্বর হয়েছে?' তখন মহিলা কণ্ঠে ফের শোনা যায়, 'আপনারা একটু আসুন। জলদি চলে আসুন। যত তাড়াতাড়ি পারবেন। খুব অবস্থা খারাপ। একটু তাড়াতাড়ি চলে আসুন।'

ধর্ষণ-খুন ধামাচাপা দেওয়ার চেষ্টা?

আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এবার ভাইরাল অডিও ক্লিপ সেই অভিযোগ জোরদার করল। অডিও ক্লিপ সত্যি হলে ঘটনা অত্যন্ত গুরুতর। সিবিআই আধিকারিকরা হয়তো ভাইরাল অডিও ক্লিপ খতিয়ে দেখবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বড় খবর! আরজি কর কাণ্ডে মামলায় ফাঁসতে চলেছেন মমতা? দায়ের হল এফআইআর

RG Kar: সন্দীপ ঘোষ কী ভাবে মৃতদেহের বেআইনি কারবার করত ? আরজি করের মর্গে হানা সিবিআই-এর

YouTube video player