- Home
- West Bengal
- Kolkata
- মেট্রো ছুটবে ব্যারাকপুর পর্যন্ত! দুর্দান্ত আপডেট দিয়ে নয়া প্রস্তাব পেশ, কবে শুরু হবে কাজ?
মেট্রো ছুটবে ব্যারাকপুর পর্যন্ত! দুর্দান্ত আপডেট দিয়ে নয়া প্রস্তাব পেশ, কবে শুরু হবে কাজ?
- FB
- TW
- Linkdin
গত বছর অর্থাৎ ২০২৪ এ ডিসেম্বরে নোয়াপাড়া-বারাসত করিডরের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশে প্রস্তুতিমূলকভাবে মেট্রো রেক চালানো হয়েছিল।
কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছিল যে আগামী মার্চের মধ্যে নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশেও পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছে মেট্রো। তার জন্য এখন জোর কদমে চলছে প্রস্তুতি।
আর এই আবহে ফের খবরের শিরোনামে উঠে এল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের প্রসঙ্গ।
বিগত কয়েকদিন ধরে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য একের পর এক বাধা বা জট তৈরি হয়েছিল।
তবে কলকাতা পুরসভার কাছে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল যে বাধা ছিল তা নিয়ে পুরসভার কাছে একটি প্রস্তাব পাঠায় মেট্রো কর্তৃপক্ষ।
সেই প্রস্তাবে বলা হয়েছিল যে মেট্রো পথ সম্প্রসারণের ক্ষেত্রে বিটি রোডের নীচে যে জলের পাইপলাইন আছে সেটাকে এবার সরাতে হবে। তবে তার জন্য খুব একটা অসুবিধা হবে না।
কারণ মেট্রোর দ্রুত কাজ সম্পন্ন করে তারপর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তা ফের বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেট্রো সম্প্রসারণের বাধা অতি সহজে সামলে দেওয়া যাবে।
ইতিমধ্যেই সেই প্রস্তাব পেয়ে কলকাতা পুরসভা গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে ওই রিপোর্টে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।
যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে মেট্রো কর্তৃপক্ষের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। কারণ জলের পাইপলাইনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল।
সেক্ষেত্রে কাজ করার সময় সামান্য ক্ষতি হলে কলকাতায় জল সরবরাহের ক্ষেত্রে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। তাই সেই চিন্তা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার মেয়র।
তবে এখনই ব্যারাকপুরের মেট্রো সম্প্রসারণ নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ। কারণ সামনে একাধিক মেট্রো প্রকল্পের ডেডলাইন রয়েছে।