Pahalgam Terrorist Attack: মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁও। এই জঙ্গি হামলায় কলকাতার পর্যটকেরও মৃত্যু হয়েছে।

Pahalgam terror attack: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় প্রাণ হারালেন কলকাতার একজন পর্যটক। তাঁর নাম বিতান অধিকারী। তাঁর বাড়ি বৈষ্ণবঘাটা রোডে। মঙ্গলবার রাতেই বিতানের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী-পুত্রকে নিয়ে ৮ এপ্রিল কাশ্মীর বেড়াতে যান বিতান। বৃহস্পতিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই জঙ্গি হামলায় নিহত হল বিতানের। তাঁর স্ত্রী-পুত্র ঠিক কী অবস্থায়, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন, শুধু এটুকুই জানা গিয়েছে। তাঁদের কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে থেকে আরও অনেক পর্যটকই কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। তাঁরা কী অবস্থায় আছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পহেলগাঁওয়ে হত অন্তত ২৬

মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে অন্তত দু'জন বিদেশি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রীষ্মের ছুটি কাটাতে জম্মু ও কাশ্মীরে বেড়াতে গিয়েছেন অনেক পর্যটক। তাঁরাই এবার জঙ্গিদের হামলার শিকার হলেন। কলকাতার পাশাপাশি কর্ণাটকের এক পরিবারও জঙ্গি হামলার শিকার হল। কর্ণাটকের শিবমোগ্গার বাসিন্দা এক ব্যক্তি স্ত্রী-পুত্রকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। মঞ্জুনাথ রাও নামে এই ব্যক্তি জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন। প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী পল্লবী ও পুত্র। ধর্মীয় পরিচয় জেনেই জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে বলে জানিয়েছেন পল্লবী।

মঙ্গলবার দুপরে জঙ্গি হামলা

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front) পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায়স্বীকার করেছে। সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপত্যকার নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।