সংক্ষিপ্ত

সহকর্মী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের খবরে মুষড়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী।আর তারপর থেকেই নাকি শারীরিক অসুস্থতার সূত্রপাত।এরপর জেলে থাকার সময় আরও অসুস্থ বোধ করেন তিনি।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মিলতেই প্রকার নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর জেলে থাকার সময় আরও অসুস্থ বোধ করেন তিনি ।আদালতের নির্দেশ মেনে গুরুতর অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তার জেলমুক্তি হয়নি। সংশোধনাগারে অসুস্থ হতেই তাকে তড়িঘড়ি রাখা হয়েছিল এসএসকেএম হাসপাতালে।কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসায় তিনি সন্তুষ্ট ছিলেন না।পার্থ চট্টোপাধ্যায় আদালতের কাছে আবেদন করেন যেন তার চিকিৎসা বেসরকারি হাসপাতালে করানো হোক। সেই আর্জি অনুমোদন করে আদালত । তবে আদালত জানায়, চিকিৎসার খরচ অবশ্যই বহন করতে হবে নিজেকেই। তাতে রাজি হয়ে মঙ্গলবার রাতে প্রাক্তন মন্ত্রীকে আরএন টেগোর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

সংশোধনাগারের একটি সূত্রের খবর থেকে জানা যায়, সহকর্মী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের খবরে মুষড়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী।আর তারপর থেকেই নাকি শারীরিক অসুস্থতার সূত্রপাত।প্রসঙ্গতঃ ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি।তারপর থেকে সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে তিনি বন্দি।

কয়েকটি মামলায় জামিন মিললেও আরও কিছু মামলায় অভিযুক্ত বলেই জেল থেকে এখনও বেরোতে পারেননি তিনি। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গিয়েছেন জেলে। একসঙ্গে প্রায় ১৪ মাস জেলে থেকেছেন দীর্ঘদিনের এই দুই সহকর্মী। গত ১৫ জানুয়ারি জামিন দেওয়া মেলে জ্যোতিপ্রিয়র, তারপর থেকেই স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।

জেল সূত্রের খবর, জ্যোতিপ্রিয়ের জামিনের খবর জানার পর দেখা করেন পার্থ।কথা বলতে দিয়ে তখন চোখে জল তার । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পার্থকে নানা ভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয় । কিন্তু তাতেও পার্থর চোখের জল থামেনি।জানা যায়, তার জামিন পাওয়ার ব্যাপারে জ্যোতিপ্রিয়কেও নাকি অনুরোধ করেন পার্থ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।