দক্ষিণ আমেরিকার উপকূলে তীব্র ভূমিকম্প, একাধিক দেশে জারি সুনামির সতর্কতা
Earthquake News: তীব্র শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা। রিখটার স্কেলে কত ছিল কম্পনের মাত্রা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ফের ভূমিকম্প আতঙ্ক
জুলাই মাসের পর ফের অগাস্ট। তীব্র ভূমিকম্প আতঙ্ক। তবে এবার আর রাশিয়া নয়। শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫।
কোথায় ভূমিকম্পের উৎপত্তিস্থল?
এদিন ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ আমেরিকা মহাদেশ ও আন্টার্টিকার ড্রেক প্রণালী সংলগ্ন এলাকা। এই ভূমিকম্পটি অনুভূত হয় মাটি থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ?
ভূবিজ্ঞানীদের মতে, যে স্থানে ভূমিকম্পটি হয়েছে সেটি হল আর্জেন্টিনার একেবারে দক্ষিণ অংশের শহর উশুয়াইয়া থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে। এই জায়গাটিকে ড্রেক প্রণালী, দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে।
জারি সুনামির সতর্কতা
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও তথ্য মেলেনি। তবে ভূমিকম্পের তীব্রতার কারণে আর্জেন্টিনার চিলিতে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। চিলির উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এবং সাধারণ মানুষ ও পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।
একমাসের মধ্যে ফের জোরালো ভূমিকম্প
অন্যদিকে গত জুলাই মাসেই তীব্র ভুমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার উপকূল। কম্পনের জেরে সুনামির সতর্কতা জারি করা হয় জাপানেও। আর এবার একমাসের মধ্যে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশে অনুভূত হল তীব্র মাত্রার ভূমিকম্প। যদিও এড়ানো গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। মেলেনি কোনও মৃত্যুর খবর।

