Dilip Ghosh Marriage: শুক্রবার বিকেলে বঙ্গরাজনীতিতে আরও এক চিরকুমারের তকমা ঘুচতে চলেছে। রাজনীতিকে পাশে সরিয়ে সংসার জীবনে প্রবেশ করতে চলেছেন বাংলার দাপুটে নেতা দিলীপ ঘোষ। বয়স থোড়াই কেয়ার! ৬১-তেই মন দিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে।

Dilip Ghosh Marriage: শুক্রবার বিকেলেই বঙ্গরাজনীতিতে আরও এক চিরকুমারের তকমা ঘুচতে চলেছে। রাজনীতিকে পাশে সরিয়ে সংসার জীবনে প্রবেশ করতে চলেছেন বাংলার দাপুটে নেতা দিলীপ ঘোষ। বয়স থোড়াই কেয়ার! ৬১-তেই মন দিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে। শুক্রবার বিকেলেই বৈদিক ও রেজিস্ট্রি করে আইনি বিয়ে সারছেন বঙ্গ রাজনীতির দুই নেতা-নেত্রী।

দিলীপের বিয়ে ঘিরে বঙ্গ রাজনীতিতে সাজসাজ রব (Dilip Ghosh Marriage)

খবরটা প্রথম রটেছিল বৃহস্পতিবার দুপুর থেকে। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে এলো বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে শুক্রবার বিকেল ৫.৩০ টা নাগাদ ছাদনাতলায় বসছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নিউটাউনের বাড়িতে ঘরোয়া আয়োজনে শুরু বিয়ের তোরজোড়। এদিন সকাল থেকেই বিজেপির হেভিওয়েট নেতামন্ত্রী-বিধায়কদের ভিড় ছিলো দিলীপের বাসভবনে।

দিলীপ ঘোষকে নতুন জীবনের শুভেচ্ছা সুকান্ত মজুমদারের (Dilip Ghosh Marriage)

শুক্রবার দিলীপ ঘোষের বাড়ি গিয়ে তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুভেচ্ছা জানান লকেট চট্টোপাধ্যায়। এদিন নিউ টাউনে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা। পাত্রের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি এদিন দেখা যায় পাল্টা রিটার্ন গিফট নিয়ে হাজির দিলীপ ঘোষও।

এদিকে শুক্রবার দিলীপ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ''দিলীপদার বিয়েতে অস্বাভাবিক কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন আপনারা। প্রিয়রঞ্জন দাশমুন্সির বিয়ে দেখেছেন। ইন্দ্রজিৎ গুপ্তের বিয়ে দেখেছেন। তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। বিয়ের মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যাঁরা থাকেন, সামাজিক জীবনে যাঁরা থাকেন, তাঁদের সমাজের কাজ এবং রাজনীতির কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল। দিলীপদা এবং নববধূর আগামী জীবন শুভ হোক। ভালো হোক। দলের তরফে আমরা ওঁদের শুভেচ্ছা জানিয়েছি। এটা ওঁদের ব্যক্তিগত পরিসর। সেখানে কারও না ঢোকাই ভালো।''

দিলীপ ঘোষের বিবাহ সংবাদে শুধু রাজ্য বিজেপির অন্দরেই নয়, চর্চা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। বৃহস্পতিবারই দিলীপ ঘোষকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তৃণমূলের মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিজেপি নেতা দিলীপ ঘোষকে ফুলের তোড়া আর উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।