সংক্ষিপ্ত

মঙ্গলবার কলকাতার তিন হানা দিয়েছিল টাস্ক ফোর্স। একই সঙ্গে মানিকতলার বাগমারি, গুরুদাস মার্কেটেও হানা দেয় টাস্ক ফোর্স। প্রত্যেক বাজারেই আনাজপাতির দাম খতিয়ে দেখেন।

 

আদা , রসুন, পেঁয়াজ শুধু নয়, সঙ্গে দাম বাড়ছে কাচা আনাজ -শাক সবজিরও। কিন্তু বাজারে গিয়েও এই শীতেও সবজিপাতের দাম শুনে মধ্যবিত্তের কপালে ঘাম ঝরছে। ক্রেতার মুখে একটাই কথা- 'এত দাম খাব কি!' পাইকারি ও খুচরো বাজারে সবজির দামের ফারাকও চোখে পড়ার মত অবস্থা। এই অবস্থাতেও মঙ্গলবার আগুন বাজারে হানা দিয়েছিল টাস্ক ফোর্স। একই দিনে কলকাতার তিনটি বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। পরিস্থিতি খতিয়ে দেখে তারা।

মঙ্গলবার কলকাতার তিন হানা দিয়েছিল টাস্ক ফোর্স। একই সঙ্গে মানিকতলার বাগমারি, গুরুদাস মার্কেটেও হানা দেয় টাস্ক ফোর্স। প্রত্যেক বাজারেই আনাজপাতির দাম খতিয়ে দেখেন। তিনটি বাজারে দামের বিশেষ হেরফের নেই। কোথাও পেঁয়াজের দাম ৭০ টাকা কেজি। কোথাও আবার ৭৫ টাকা। আলুর দাম ৩৫-৪০ টাকা কিলো। অন্যান্য সবজির দামও আকাশ ছোঁয়া। কোলে মার্কেটের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা কিলো। কিন্তু কেন এই ফারাক - তাই নিয়ে প্রশ্ন করা হয়েছিল টাস্ক ফোর্সের সদস্যদের। টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছে রবীন্দ্রনাথ কোলে।

রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন পাইকারি বাজার থেকে খুচরো বাজারে সব জিনিসেরই দামের কিছু ফারাক রয়েছে। কোলে মার্কেটের মত পইকারি বাজারে পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা কিলো। ফারাক নিয়ে রবীন্দ্রনাথ কোলে বলেছেন, 'যা খবর পেয়েছি কোলে মার্কেটে সোমবার পেঁয়াজ ঢুকছে ১৬০০ টাকা প্রতি বস্তা। কিন্তু সেখানে মানিকতলার মতো বাজারে ব্যবসয়ীরা পেঁয়াজ কিনেছেন ২৭০০ টাকা প্রতি বস্তা। ফলে দামের ফারাক হচ্ছে।' টাস্ক ফোর্সের সদস্যদের কথায় আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। সব বাজারে সবজিপাতির দাম কমবে বলেও আশ্বাস দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা।

পেঁয়াজের পাশাপাশি আলুর দামও কমবে বলে আশা প্রকাশ করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, অনেক বাজারে এখনও নতুন আলু আসেনি। ব্যবসায়ীরা ৩০-৩২ টাকা কিলো দরে আলু কিনছেন। তবে আগামী কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে গোটা পরিস্থিতি। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, 'এখনও শীতের ফসল আসেনি। তিন থেকে চার দিনের মধ্যেই আস্তে আস্তে শীতের ফসল বাজারে আসবে।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।