সংক্ষিপ্ত

৩০ ডিসেম্বর শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উন্মোচন করবেন। তিনি কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে সংরক্ষণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতায় রাজ্যগুলির একটি সভায় যোগ দেবেন।

আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর পুরোপুরি প্রশাসনিক। এমনই জানানো হচ্ছে বিশেষ সূত্রে। তবে আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের সুর বেঁধে দিতেই মূলত রাজ্যে মোদীর আগমন।

২০ মাস আগে ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের শেষের পর এটিই হবে প্রধানমন্ত্রীর কলকাতায় প্রথম সফর।

কি কি কর্মসূচি

৩০ ডিসেম্বর শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উন্মোচন করবেন। তিনি কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে সংরক্ষণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতায় রাজ্যগুলির একটি সভায় যোগ দেবেন। ওইদিন প্রায় সাড়ে চার ঘণ্টা তিনি কাটাবেন এখানে। সদ্যই তার বঙ্গসফরের সূচি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই দিন প্রতি মুহূর্তেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ১০টা নাগাদ কলকাতায় আসছেন। আবার দুপুরেই ফিরে যাবেন দিল্লি।

শুক্রবার নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই সেমি হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেসের’ সূচনা করা। ওইদিন হাওড়া থেকে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার পরেরদিন, ৩০ ডিসেম্বর থেকে ট্রেনটি নিয়মিত চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। সপ্তাহে ৬ দিন চলবে ট্রেনটি। বন্দে ভারত এক্সপ্রেস রাজ্যের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আট ঘণ্টার মধ্যে যাত্রা শেষ

হাওড়ার অনুষ্ঠানে সেরে বেলা ১১টা নাগাদ গাড়িতে উঠবেন প্রধানমন্ত্রী। যাবেন হেস্টিংসে, ভারতীয় নৌবাহিনীর স্টেশন, আইএনএস নেতাজিতে। ১১টা ১৫ নাগাদ সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন। ঘুরে দেখবেন ‘নমামি গঙ্গে’ প্রকল্প। এরপর সাড়ে ১১টায় ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে ঘুরে দেখবেন প্রদর্শনী। ১১টা ৩৫ নাগাদ শুরু হবে বৈঠক। তা চলবে প্রায় দেড়ঘণ্টা।

মোদীর আসন্ন কলকাতা সফরে প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চ ভাগাভাগি করতে দেখা যাবে। শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল যখন তারা দুজনেই ২০২১ সালের জানুয়ারিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে যোগ দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন "জয় শ্রী রাম" স্লোগান দিয়ে অভ্যর্থনা জানানোর পরে কথা না বলে মঞ্চ থেকে চলে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য অনেক সিনিয়র বিজেপি নেতারা গত বছরের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য পশ্চিমবঙ্গ সফর করেছিলেন, কিন্তু নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন। তাদের পক্ষে, তৃণমূল নেতারা দাবি করেছেন যে প্রধানমন্ত্রী একদিনের জন্য কলকাতায় আসছেন, রাজ্যে বিজেপির "দুর্বল সাংগঠনিক কাঠামোর" কারণে কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।