সংক্ষিপ্ত

প্রাক্তন শিক্ষামন্ত্রীর ক্রিয়াকলাপ 'লজ্জার' বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়েকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য ববি হাকিমের।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। ঘটনার পরই তাঁকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এবার পার্থ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন মেয়র ফিরহার হাকিম। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ক্রিয়াকলাপ 'লজ্জার' বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়েকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য ববি হাকিমের। মহানাগরীকের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থকে বিশ্বাস করে ঠকেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা দলের ভাবমূর্তি নষ্ট করছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেতারা। এবার পার্থকে তোপ দাগলেন মেয়র ফিরহাদ হাকিমও।

কী বললেন ফিরহাদ হাকিম?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে পার্থর যোগের ইঙ্গিত পাওয়ার কথা আদালতকে আগেই জানিয়েছে সিবিআই। এই প্রসঙ্গে মঙ্গলবার ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই জানান এই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি চেনেন না। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী অত্যন্ত লজ্জাজনক কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়,'কী হয়েছে আমি জানি না। তবে যেটা হয়েছে সেটা কাম্য নয়। কোর্টে এখনও কিছু প্রমাণ হয়নি, তবে সত্যিই যদি টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে থাকে সেটা সকলের কাছেই লজ্জার। এই পার্থদাকে আমি চিনতাম না। এই পার্থদা আমার কাছে নতুন। পার্থদার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন স্বপ্নেও ভাবতে পারিনি টাকা নিয়ে কেউ চাকরি দেবে। অন্যের অধিকার হরণ করে চাকরি দেওয়া হয়ে থাকলে সেটা পাপ, অন্যায়।' এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ফিরহাদ জানালেন,'মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। চাঁদে দাগ থাকতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে নয়। তিনি কোনও অন্যায় করতে পারেন না। উনি বিশ্বাস করে ঠকেছেন। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়।'

ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরই কটাক্ষ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন তিনি। ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে সুজন চক্রবর্তীর দাবি ফিরহাদ হাকিমকে বলব একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন। কী ছিলেন আত কী হয়েছেন। কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয় কিন্তু বিশ্বাস করে ভাগ নেওয়াটা অপরাধ।'

আরও পড়ুন - 

মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা বনি সেনগুপ্তর, নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি সমেত ইডির দফতরে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অখিলেশ যাদব, ২৪-এর নির্বাচনের আগে মাটি শক্ত করতে কলকাতা সফরে সমাজবাদী পার্টির শীর্ষনেতা

সাগরদিঘির ঘটনার পূণরাবৃত্তি পঞ্চায়েতে নয়, তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী