সংক্ষিপ্ত

সোমবার দুপুর দুটো বেজে ৪৫ মিনিটে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত। তার আগে এ বিষয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর দুটো বেজে ৪৫ মিনিটে রায় দিতে চলেছেন শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস। তার আগে এদিন হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে চড়ার আগে তিনি বলেন, আর জি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় তিনি আগেই ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন। এবার এই মামলার বিচার চাইছেন। ফাঁসির সাজা সম্পর্কে আগে থেকে তিনি মন্তব্য করতে চাননি। তবে অভিযুক্তের তিনি ফাঁসি চান, সে কথা জানিয়েছেন। এদিন তিনি বলেন, পরপর তিনটি মামলায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে। এজন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানান।

বিড়ম্বনা এড়াতে পারবে সরকার?

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় প্রবল চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। কলকাতারপ তৎকালীন নগরপাল বিনীত গোয়েল, আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল-সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার, দুর্নীতি-সহ নানা অভিযোগ ওঠে। রাজ্যজুড়ে আন্দোলনে নামেন সাধারণ মানুষ। প্রবল চাপে পড়ে যায় রাজ্য সরকার। কলকাতার নগরপালকে বদলি করা হয়। সন্দীপ ও অভিজিৎ গ্রেফতার হন। যদিও পরে তাঁরা জামিনে ছাড়া পেয়ে যান। সোমবার এই মামলার রায় দিতে চলেছে আদালত। কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ফলে রাজ্য সরকারের পক্ষে বিড়ম্বনা এড়ানো কঠিন।

কী শাস্তি হবে সঞ্জয়ের?

সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারপতি জানান, তার ন্যূনতম সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। সোমবারও আদালতে সঞ্জয়ের বক্তব্য শোনেন বিচারপতি। ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। তার আইনজীবী মৃত্যুদণ্ড না দেওয়ার আর্জি জানিয়েছেন। সবপক্ষের বক্তব্য শোনার পর রায় ঘোষণা করতে চলেছে আদালত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর ২টো ৪৫ মিনিটে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা আদালতের

জেলে ক্যারম খেলে সময় কাটাল! শাস্তি ঘোষণার আগে 'টেনশন-ফ্রি' সঞ্জয় রায়

YouTube video player