সংক্ষিপ্ত

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পরেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ভাঁটা পড়েছিল। বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করলেন আন্দোলনকারীরা।

সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠকের পরেই স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের গতি শ্লথ হয়েছিল। এই আন্দোলনকে সমর্থন করা বহু মানুষ হতাশ হয়ে পড়েন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর ফের আন্দোলন শুরু হলেও, বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার বিকেলে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা। এরপরেই কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা শনিবার কাজে যোগ দেবেন। তবে কর্মবিরতি প্রত্যাহার করলেও, আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা।

পুলিশ-প্রশাসনেরর চাপে কর্মবিরতি প্রত্যাহার?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করতে বলেন। এরপর বৃহস্পতিবার বেলায় হঠাৎ দেখা যায়, স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থল থেকে ত্রিপল, পাখা-সহ নানা সরঞ্জাম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। যদিও বিধাননগর কমিশনারেট এই অভিযোগ অস্বীকার করে। এরপর এদিনই কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করা হল।

আন্দোলনের অভিমুখ ঘুরে গেল?

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি আরও একাধিক অভিযোগের নিষ্পত্তি চেয়ে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সব দাবি মেনে নেয়নি রাজ্য সরকার। তবে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পর সিবিআই-এর উপর চাপ তৈরি করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। তবে তাঁরা জানিয়েছেন, আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না। প্রয়োজন মনে করলে তাঁরা ফের কর্মবিরতি শুরু করবেন। আপাতত আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মুক্তি পেলেন কলতান দাশগুপ্ত, রাজ্যের মুখে ঝামা ঘষে বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

পড়ুয়াদের বাগে আনতে বেছানো হত ষড়যন্ত্রের জাল, করা হত যৌন হেনস্থা, সন্দীপ ঘোষের আরও কুর্কীতি ফাঁস

YouTube video player