সংক্ষিপ্ত

শনিবার ধর্মতলার ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ১৫ দিনে পড়ল। এদিনই ধর্মতলার ধর্নামঞ্চে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।

 

সোমবার আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেল ৫টায় হবে নবান্নে। তেমনই জানিয়েছে নবান্ন সূত্র। আগামী সোমবার নবান্নে বিকেল ৫টায় আন্দোলনকারীদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা। আন্দোলনকারীরা জনিয়েছেন, তাঁরা বৈঠকে যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই নিজেদের মধ্যে বৈঠক করে তারপরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার ধর্মতলার ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ১৫ দিনে পড়ল। এদিনই ধর্মতলার ধর্নামঞ্চে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেই সময় মুখ্যসচিবের মোবাইল ফোনে মমতা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। তিনি অনশন তুলে নেওয়ার আর্জি জানান। পাশাপাশি জানিয়েছেন, স্বাস্থ্য সচিবের অপসারণ ছাড়া অর সমস্ত দাবির সঙ্গে তিনি একমত। তারপরই তিনি বৈঠকে ডাকেন।

এদিন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের দুটি বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। একটি হল- আন্দোলনকরীদের তরফে ১০ জনের প্রতিনিধি দলই থাকবে নবান্নের বৈঠকে। তার বেশি প্রতিনিধি দলের সদস্যরা যাতে ন থাকে। দ্বিতীয় শর্ত হল আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্যরা যেন নবান্নের বৈঠকে পৌঁছাতে বিলম্ব না করেন। এর আগের বৈঠকগুলিতে জুনিয়র ডাক্তারদের ২০র বেশি প্রতিনিধি উপস্থিত ছিল। পাশাপাশি তাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। নবান্ন থেকে কালীঘাট- সর্বত্রই ছিল একই ছবি। এবার যাতে সেই ঘটনার পূনরাবৃত্তি না হয় তার কথাই আগেভাগে জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখনই তাঁরা অনশন তুলছেন না। আরও দুই দিন অনশন চলবে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলি চলবে বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রবিবারের ধর্মতলায় সমাবেশ হবে। ধর্মতলায় অনশন মঞ্চে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জনিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।