সংক্ষিপ্ত
অনশনকারী জুনিয়র ডাক্তার রুমেলিকা বলেন, 'আজ শনিবার। আর উনি সোমবার বৈঠকে ডেকেছেন। অর্থাৎ আরও দুই দিন বাধ্য হয়ে চালিয়ে যেতে হবে অনশন। ওঁর কি একবারও মনে হল না এরা আরও দুই দিন না খেয়ে থাকবে?'
প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হবে আলোচনা। যদিও তার আগেই জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে একটি ছাড়া বাকি সবকটিতেই সহমত পোষণ করেছেন। কিন্তু তারপরও সোমবার পর্যন্ত আলোচনা চলবে। কষ্ট করে আরও দুই দিন অনশন চলিয়ে যাবেন, স্নিগ্ধা, সায়ন্তনী, অর্ণবরা। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তেমনই ঘোষণা করেছেন তাঁরা। পাশাপাশি জানিয়ে দিয়েছেন পূর্ব নির্ধারিত সব কর্মসূচি চলবে। কোনও কর্মসূচি বাতিল হবে না সোমবার পর্যন্ত। পাশাপাশি দাবি না মানলে আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
অনশনকারী জুনিয়র ডাক্তার রুমেলিকা বলেন, 'আজ শনিবার। আর উনি সোমবার বৈঠকে ডেকেছেন। অর্থাৎ আরও দুই দিন বাধ্য হয়ে চালিয়ে যেতে হবে অনশন। ওঁর কি একবারও মনে হল না এরা আরও দুই দিন না খেয়ে থাকবে?' রুমেলিকা আরও বলেন, 'এতদিন ধরে একই দাবি জানিয়ে যাচ্ছি। তবু ৭১ দিন পরেও শুনতে হচ্ছে উনি নাকি দাবিগুলি জানেনই না। তা হলে ওঁকে জানান হচ্ছে না? এত কষ্ট কি তাঁর কানে পৌঁছাচ্ছে না?' অন্য অনশনকারী আলোলিকা বলেন, 'আমরা মনোক্ষুন্ন। তবু মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ফোনে বার্তালাপে বোঝা গেল, অনেক দাবি ওঁর অজনা। আবারও মুখোমুখি বসেছি। আবারও বসব। চাইলে আরও কয়েক দিন অভুক্ত থাকব। এত দিন অনশন চলছে আরও দুই দিন অভুক্ত থাকতে অসুবিধে নেই।'
আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, 'যেভাবে ফোনে কথা হল তা খুবই অসংবেদনশীল। ওঁরা অনশন তোলার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। কিন্তু যাঁর আলোচনায় বসেছেন, এটা তাঁদের সিদ্ধান্ত। ফলে আলোচনা করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।' দেবাশিস জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন আজই সবকিছু মিটে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ তিনি ব্যস্ত রয়েছেন। সেই কারণে তাঁরা সোমবার পর্যন্ত অপেক্ষা করবেন। অন্দলোনকারী আশফাকুল্লা নায়ার বলেন, 'উনি সোমবার সময় দিয়েছেন। মানে আরও দুই দিন অশন চলবে। মনে রাখবেন অনশনকরীরা শুধু একটা ফোন কলের জন্য জীবন বাজি রাখেনি। তারা একটা প্রতিশ্রুতির জন্য জীবন বাজি রাখেনি। আমাদের চোখ থাকবে সোমবার বৈঠকের দিকে।' আন্দোলনকরীরা জানিয়ে দিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী ১০ দফা দাবি মানলে তবেই তাঁরা অনশন তুলবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।