- Home
- West Bengal
- Kolkata
- সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়ার ডাক্তাররা, রাস্তাতেই চলছে বিক্ষোভ-অবস্থান
সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়ার ডাক্তাররা, রাস্তাতেই চলছে বিক্ষোভ-অবস্থান
- FB
- TW
- Linkdin
জুনিয়ার ডাক্তারদের লালবাজার অভিযান
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ও পাঁচ দফা দাবিতে জুনিয়ার ডাক্তারদের লালবাজার অভিযান। যদিও লালবাজারের অনেক আগেই মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ।
রাস্তা বন্ধ করে অবস্থান বিক্ষোভ
মিছিল আটকে দেওয়া রাস্তা বন্ধ করে সেখানেই বসে পড়ে জুনিয়ার ডাক্তাররা। রাস্তাতেই পুলিশ কমিশনারের কুশপুতুল দাহ করা হয়।
মিছিল আটকায় পুলিশ
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ের মুখ থেকেই ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা। সেথানেই মিছিল আটকে দেয়। পুলিশ জানিয়েছে ২০ জন ছাত্র প্রতিনিধিকে লালবাজারে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তাতে ক্ষুব্ধ ছাত্র ক্ষুব্ধ আন্দোলনকারীরা।
ডাক্তাররা ক্ষুব্ধ
ডিসি ট্রাফিক রূপেশ কুমার বলেন এই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তা ছাড়া এমনিতেও অতীতে সব মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটেই আটকানো হত। এই মন্তব্য অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদীরা।
শাস্তিপূর্ণ মিছিল আটকানোর অভিযোগ
শাস্তিপূর্ণ মিছিল আটকানোর অভিযোগজুনিয়ার ডাক্তারদের অভিযোগ তাদের মিছিল ছিল শান্তুপূর্ণ। কিন্তু তাও আটকে দিল কলকাতা পুলিশ। আর সেই কারণেই তাঁরে রাস্তায় বসেও বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেন।
ডাক্তারদের হুঁশিয়ারি
'শাস্তিপূর্ণ মিছিল হওয়ার পরেও কেন তাদের ব্যারিকেড দিয়ে আটকান হল?' বিক্ষোভকারীদের দাবি 'হয় আমাদের প্রত্যেককে ভিতরে যেতে দিতে হবে নয়তো সিপি বিনীত গোয়েলকে ১০ মিনিটের মধ্যে আসতে হবে।' বিনীত গোয়েল না আসা পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
১০ মিনিট সময়
লালবাজারের অনেক আগেই আটকে দেওয়া হয়েছে প্রতিবাদীদের। তবে সেখানে দাঁড়িয়েই চিকিৎসকরা কলকাতা পুলিশকে মাত্র ১০ মিনিট সময় দিল।
ব্যাহত যানচলাচল
জুনিয়ার ডাক্তারদের অবস্থান বিক্ষোভের কারণে মধ্য কলকাতায় ব্যহত যান চলাচল। বিক্ষোভের রঙে রঙিন হচ্ছে রাস্তা। নতুন করে শুরু হয়েছে রাস্তা লেখার কাজ।
৫টি দাবি
আরজি করে চিকিৎসক খুনে মোটিভ সামনে এনে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। সমস্ত স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে।
বুধবারের কর্মসূচি
জুনিয়ার ডাক্তাররা বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে। এই সময় তারা মানবন্ধন করবে বলেও জানিয়েছে।