সংক্ষিপ্ত

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন সিবিআই এখনও কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করেনি। এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন,  আমরাও বলছি, সিবিআইয়ের ওপর সবার চাপ বাড়াতে হবে।

আরজি কর মামলার তদন্ত চৌদ্দ দিন ধরে করছে সিবিআই। তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সুশীল সমাজ। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। আওয়াজ তুলেছে তৃণমূল। নির্যাতিতার পরিবারও চায়, এ বার সিবিআই-এর ওপর চাপ বাড়াতে। বুধবার সিবিআইয়ের দুই তদন্তকারী নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন। নির্যাতিতার মা বলেছেন, "দুইজন সিবিআই অফিসার কিছু তথ্য সংগ্রহ করতে এসেছিলেন। আমি তাদের সব বলেছি। তারা বলেছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করছে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন সিবিআই এখনও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেনি। এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, "অবশ্যই তিনি (অভিষেক) ভালো কথা বলেছেন। আমরাও বলছি, সিবিআইয়ের ওপর সবার চাপ বাড়াতে হবে। সিবিআইকে তার সুনাম অনুযায়ী কাজ করতে হবে। আমরা সিবিআইকেও বলেছি, আপনার এত বড় প্রতিষ্ঠান, যে সুনাম আছে তা নিয়ে কাজ করুন এবং দ্রুত এটি বিহিত করুন।''

একইসঙ্গে তাদের মেয়ের বিচারের দাবিতে যেভাবে প্রতিবাদ আন্দোলন চলছে হয়েছে সেভাবে চলতে থাকুক চায় তিলোত্তমার পরিবার। তবে গুলিতে কেউ আহত হোক তা তারা চান না। মানুষের সঙ্গে এরকম কিছু হলে তাদের খারাপ লাগে, তারা এটাও চায় না। এদিন বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, "আমরা বনধকে সমর্থন করিনি। আমি চাইনি এটা ব্যর্থ হোক। আমরা চাই প্রতিবাদ অব্যাহত থাকুক।"