একধাক্কায় বেতন বাড়ল ১৫ হাজার! বিরাট ঘোষণা মমতার! কারা পাবেন এই টাকা?
গত বছর আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর ঝড় বয়ে গিয়েছিল রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। এই ঘটনার পর ফের আজ বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। একধাক্কায় বেতন বাড়ানো হল চিকিৎসকদের।

আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর ঝড় বয়ে গিয়েছিল রাজ্যে।
সেইসময় ডাক্তারদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এবার ফের চিকিৎসকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ অর্থাৎ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে ডাকা হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। সঙ্গে ছিল বহু চিকিৎসক।
জানা গিয়েছে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর চিকিৎসকদের বেতন সংক্রান্ত এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অবশেষে রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধি করা হল। এতদিন ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা ১০ হাজার টাকা ছিল।
এখন সেই বেতন ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হল। ইন্টার্ন, পিজিটি, হাউসস্টাফদের ভাতা বাড়ানো হল ১০ হাজার টাকা।
আর রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হল।
আর এই সুসংবাদ শুনে রীতিমত আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিকিৎসকরা।
এছাড়াও বৈঠক সূত্রে জানা গিয়েছে ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।
পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার থেকে বেড়ে হবে ৮৫ হাজার। আর পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে হবে ১ লক্ষ।