- Home
- West Bengal
- Kolkata
- ছটপুজোয় নিয়ন্ত্রত থাকবে কলকাতার যান চলাচল, জেনে নিন কোন কোন পথে বন্ধ থাকবে ট্রাফিক
ছটপুজোয় নিয়ন্ত্রত থাকবে কলকাতার যান চলাচল, জেনে নিন কোন কোন পথে বন্ধ থাকবে ট্রাফিক
কলকাতায় ২৭ ও ২৮ অক্টোবর ছটপুজো উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে রবীন্দ্র ও সুভাষ সরোবর বন্ধ থাকায়, শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জেনে নিন কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত বা বিকল্প পথে চালিত হবে।

কলকাতায় পুরোদমে চলছে ছটপুজোর প্রস্তুতি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। শহরে ২৭ ও ২৮ অক্টোবর ছটপুজো উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।
বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী এই উৎসব শহরেও ধুমধাম করে পালিত হয়। কলকাতায় বসবাসকারী অবাঙালি সম্প্রদায়ের মানুষজন এই ছট পুজো পালন করে থাকেন। প্রতিবার মতো এবারও ছটপুজো নিয়ে একগুচ্ছ ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসন।
২৭ অক্টোবর (সোমবার) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। ২৮ অক্টোবর (মঙ্গলবার), ভোর ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত।
রেড রোড, স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘটা স্ট্রিট, বিডন স্ট্রিট, শোভাবাজার স্ট্রিট, বিধান সরণি, রানি রাসমনি অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট ও ওয়েস্ট, আহিরীটোলা স্ট্রিট, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতায় ঝিল রোড, বনমালী নাস্কার রোড, মুকুন্দপুর রোড, সন্তোষপুর এভিনিউ, গড়িয়ামোর এবং পাটুলি কানেক্টর এলাকায়া কয়েকটি অস্থায়ী ঘাটে ভিড়ের কারণে বিশেষ সীমাবন্ধতা থাকবে। ভিআইপি নগর রোড, গার্ডেন রিচ রোড, মতিলাল গুপ্তা রোড ও সংলগ্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রিত বা বিকল্পভবে পরিচালিত হবে।
ওয়ানওয়ে থাকবে শোভাবাজার স্ট্রিট (পশ্চিম থেকে পূর্ব), নিমতলা ঘাট স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম), বিডন স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম), স্ট্র্যান্ড রোড নর্থ (দক্ষিণ থেকে উত্তর, নিমতলা ঘাট থেকে কে কে ঠাকুর স্ট্রিট পর্যন্ত)।
পার্কিং করা যাবে শুধুমাত্র মহর্ষি দেবেন্দ্র রোড, স্ট্র্যান্ড রোড নর্থ, ময়দান পার্কিং লট। নো এন্ট্রি থাকবে পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, বালিগঞ্জ সার্কুলার রোড, নিউ পার্ক স্ট্রিট, এজেসি বোস ফ্লাইওভার, পার্ক সার্কাস কানেক্টর, মা ফ্লাইওভার, লাউডন স্ট্রিট, রডডন স্ট্রিট, ইএম বাইপাস।

