কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্নার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা হাই কোর্টে উঠেছে। 

আইনজীবীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করছেন, বিপক্ষ মক্কেল। সোমবার কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগ উঠল। অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আর অভিযোগ তুলেছেন পূর্ব বেহালার বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) আইনজীবী কল্যাণ। শোভন ও রত্নার বিবাহবিচ্ছেদ মামলা বর্তমানে চলছে কলকাতা হাইকোর্টে।

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্নার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা হাই কোর্টে উঠেছে। তার শুনানিও হয়েছে। কিন্তু শুনানির পর থেকে রত্না 'কুরুচিকর' আক্রমণ শুরু করেছেন বলে অভিযোগ কল্যাণের। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রত্নার বিরুদ্ধে ওই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন কল্যাণ।

আরজি কর হত্যাকাণ্ডের রহস্য লুকিয়ে অভিজিৎ মণ্ডলের সিমকার্ডে, আদালতে জানাল CBI

রাজ্যে চালু হবে ডিএ-শ্রী প্রকল্প, মহার্ঘ ভাতা নিয়ে আরও সুর চড়ালেন বাংলার সরকারি কর্মীরা

সোমাবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচরপরিচ হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। কল্যাণ। তাঁর অভিযোগ রত্না তাঁকে আক্রমণ করেছেন। হুমকি দিচ্ছেন। আদালতে কল্যাণ বলেন, 'বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম রত্না হুমকি দিচ্ছেন। এমনকি, আমার আইনজীবী মেয়ের সম্পর্কেও কুৎসা করছে। হুমকিকে ভয় পাই না। কিন্তু এটা কী ধরনের আচরণ?' কল্যাণ আও বলেছেন, 'আদালত আমাদের কাছে অভিভাবক। অপর পক্ষের আইনজীবীকে কী এভাবে হুমকি দেওয়া যায়? আদালতকেও কী রাজনৈতিক রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা যেতে পারে? হাইকোর্টের পরিবর্তে অন্য কোনও জায়গা হলে তো মারধর করত!' বিচারপতির কাছে এই বিষয়ে রত্নার বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের অভিযোগ পেয়ে রত্নার কাছে গোটা বিষয়টি জানতে চেয়েছেন বিচারপতি। আগামী বুধবারের মধ্যেই রত্নার বক্তব্য তিনি শুনবেন। তারপরই রত্নার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।