বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়, সোমবার দুপুরে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানেই তাঁরা দুজনে তৃণমূল কংগ্রেসে ফিরলেন বলে দাবি ঘাসফুল শিবিরের। 

বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়, সোমবার দুপুরে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই ঘাসফুলের পতাকা আর উত্তরীয় তুলে নেন শোভন চট্টোপাধ্য়ায়। তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কেও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

তৃণমূলে শোভন

সাংবাদিক বৈঠকে অরূপ জানান , শোভন - বৈশাখী চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি সেই সময় দিয়েছেন। তৃণমূল ভবন থেকেই কালীঘাটে অভিষেকের বাড়িতে রওনা দেন শোভন বৈশাখী।

Scroll to load tweet…

শোভনের বক্তব্য

আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পক্ষ থেকে জানান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কার্যকলাপে যোগ দেওয়ার আর্জি নিয়ে শোভন-বৈশাখী এসেছিল। তারপর দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমতিতেই তাঁদের দলে ফেরান হয়েছে। শোভন বলেন, 'আমার ধমনী, শিরা সবটাই তৃণমূলের। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমার কাজ দলকে আরও শক্তিশালী করা।'

২০১৮ সালে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন। সেই সময়ই তিনি রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তারপর ২০২১ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। কিন্তু তারপর তিনি তেমনভাবে গেরুয়া শিবিরের রাজনীতিতে সক্রিয় হনননি। তারপর বিজেপি ছেড়ে দেন। তৃণমূল সূত্রের খবর এদিন তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন হবে শোভন চট্টোপাধ্য়ায়ের। এর আগে শোভন অভিষেক ও মমতার সঙ্গে বৈঠক করেছিলেন। অক্টোবরেই তৃণমূল কংগ্রেসের ফিরেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এবার হবে তাঁর আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। তৃণমূল সূত্রের খবর আজ বিকেলে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কার্যালয়ে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়।