SSC Teacher Protest: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে না। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর আশ্বাসেই ভরসা রাখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
SSC Teacher Protest: বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারাদের অবস্থা বিক্ষোভ। শনিবার তাদেরকেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, ‘চাকরিহারারা নাটক করছে, আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে না।’
ফিরহাদকে বলেন, নেতাজি ইন্ডোরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, যা ব্যবস্থা করার করবেন। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত। এত গোলমালের দরকার ছিল না। বেশির ভাগ মানুষই বাড়ি চলে গিয়েছেন। যারা টিভিতে মুখ দেখাতে চান, তারাই এখনও বসে আছেন। এটা নাটক হচ্ছে।
আন্দোলনের ফলে আইনি প্রক্রিয়ায় সমস্যা হতে পারে বলেও জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যাবে, তখন যদি কেউ বলেন, শিক্ষকেরা আন্দোলন করছেন, তখন তো তাঁদেরই বিপদ বাড়বে। বিকাশ ভবনে কর্মীদের আটকে রাখা হয়েছিল। এ ভাবে মানুষের ওপর অত্যাচার করে তো আন্দোলন চলতে পারে না। দুর্নীতির বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে। তারা যা বিচার করেছে, সেটা তারাই বদলাতে পারে। বিকাশ ভবনে আন্দোলন করে তা বদলানো যাবে না।
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশন-র ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে, ২৫,৭৩৫ জনের। আদালতের রায়ের পর থেকেই চাকরিহারা এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ পথে নেমেছে বৃহস্পতিবার থেকে চলছে বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারাদের একাংশ। ইতিমধ্যে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। সেই ছবি এসেছে প্রকাশ্যে। যে ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের নিন্দা করেছেন সকলে। এরই মাঝে ভাইরাল হল ফিরহাদ হাকিমের কথা।
এদিকে চাকরিহাদের গতকাল বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছেন। সেই বিষয় এক শিক্ষক বলেন, ‘শিক্ষক শিক্ষিকারা আগে এই রকম ব্যবহার করেননি। বাধ্য হয়ে এই কাজ করেছে। কারণ আমাদের জীবন-মরণের গেটে ভেঙে গিয়েছে।’ আরও একজন বলেন, ‘আমরা মনে করছি চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। আমরা যে দাবি করছি তা একমাত্র তিনিই পূরণ করতে পারবেন।’
সব মিলিয়ে এখনও চলছে অবস্থান বিক্ষোভ। আজ তৃতীয় দিন। শনিবার তাদেরকেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, যারা টিভি-তে মুখ দেখাতে চান তারাই এখনও এই আন্দোলন করছেন। সঙ্গে বলেন, যারা আন্দোলন করছেন তারা পরে আইনি সমস্যায় পড়তে পারেন। ববি হাকিমের এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে।


