সংক্ষিপ্ত

Teacher's Protest: বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আন্দোলনকারীরা (Sacked Teacher's Campaign)। যদিও তার কিছুটা আভাস আগেই মিলেছিল।

Teacher's Protest: দিল্লীর যন্তরমন্তরে আগামী বুধবার, ধর্নায় বসতে চলেছেন চাকরিহারারা। জানা যাচ্ছে, সোমবারই বাসে দিল্লী রওনা দিতে চলেছেন তারা। দিল্লীর পথে বাস যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যাবে, সেই সমস্ত রাজ্যে লিফলেট বিলি করতে করতে সমস্যার কথা তুলে ধরা হবে বলে জানানো হয়েছে চাকরিহারাদের তরফ থেকে (Sacked Teacher's Protest)।

YouTube video player

রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয় চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’-এর তরফ থেকে। সংগঠনের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল এই কর্মসূচির কথা ঘোষণা করে সমাজের সমস্ত স্তরের তরফ থেকে সাহায্য চেয়েছেন। সেই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার, অর্থাৎ পয়লা বৈশাখের দিন বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে একটি আলোচনাসভা হবে (Sacked Teacher's Movement)।

যে সমস্ত চাকরিহারা এখনও পর্যন্ত স্কুলে গিয়ে কাজ করছেন, বৃহস্পতিবার তারা বিশেষ ব্যাজ পরে এই প্রতিবাদ জানাবেন। সংগঠনের তরফ থেকে আগামী ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর ঠিক ঐ দিনই দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ থেকে চাকরিহারাদের একটি মিছিল রয়েছে যেটি যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত।

তার পর তাদের একটি প্রতিনিধিদল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ প্রার্থনা করবেন বলে জানা গেছে। অন্যদিকে, আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনেরও পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের (Sacked Teacher's Campaign)।

জানা গেছে, এই সংগঠনের সদস্যরা ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়েছেন। এমনকি, সংগঠনের তরফ থেকে এও জানানো হয়েছে যে, দিল্লী যাওয়ার জন্য সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকেই বাস ছাড়বে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন, এসএসসির সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবস্থান কর্মসূচি চলছে ধর্মতলার ওয়াই চ্যানেলে। এর আগে তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছিলেন। সেখান থেকে শনিবার রাতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। চাকরিচ্যুতদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সকলের মতামত চাওয়া হচ্ছে। ওয়াই চ্যানেলে একটি বাক্স বসিয়েছেন আন্দোলনকারীরা। একটি কাগজে সংশ্লিষ্ট পরামর্শ লিখে ওই বাক্সে ফেলে যাওয়ার অনুরোধ করেছেন। সকল চাকরিহারাকে আন্দোলনে শামিল করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।