- Home
- West Bengal
- Kolkata
- 'শেয়ার বাজারের ধসে পড়ে যাচ্ছিল সরকার, টাকা চেয়ে ফোন কয়েকজনকে' কেন্দ্রকে তুলোধনা মমতার
)
'শেয়ার বাজারের ধসে পড়ে যাচ্ছিল সরকার, টাকা চেয়ে ফোন কয়েকজনকে' কেন্দ্রকে তুলোধনা মমতার
‘গতকাল কেন্দ্র একটি বাজেট করেছে। বেকারদের জন্য একটি কথাও বলেনি। খরচ করেনি একটি শব্দও। ভোট এলে বলে ২ কোটি চাকরি দেব, মিটে গেলে চাকরি খেয়ে নেয়। সব শিল্প বন্ধ। কাল প্রায় সরকার পড়ে যাচ্ছিল। শেয়ার বাজারে ধস নেমেছিল।'
'গতকাল কেন্দ্র একটি বাজেট করেছে। বেকারদের জন্য একটি কথাও বলেনি। খরচ করেনি একটি শব্দও। ভোট এলে বলে ২ কোটি চাকরি দেব, মিটে গেলে চাকরি খেয়ে নেয়। সব শিল্প বন্ধ। কাল প্রায় সরকার পড়ে যাচ্ছিল। শেয়ার বাজারে ধস নেমেছিল। টাকার জন্য অনুরোধ জানিয়ে ফোন কয়েকজনকে। কারও কাছে ২০ হাজার কোটি, কারও কাছে ৩০ হাজার কোটি, কারও কাছে ১০ হাজার কোটি টাকা যায়। যাদের শেয়ার পড়ে যাচ্ছিল, টাকা দিতে বলা হয় তাদের। কাদের ফোন করা হয়েছিল, নাম জানি আমরা। কিন্তু নাম বলে পরিস্থিতি দুর্বিসহ করে তুলতে চাই না। এই দিয়ে সরকার চলে!' পূর্ব বর্ধমানের সভা থেকে কেন্দ্রকে তুলোধনা মমতার