ট্রাম না চালানোর সিদ্ধান্ত রাজ্য় সরকারের, প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে

কলকাতার বুকে ২ টি রুটে চলত ট্রাম। সেই ট্রাম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকারের পরিবহণ দফতর।এর প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে।

Share this Video

কলকাতার বুকে ২ টি রুটে চলত ট্রাম। সেই ট্রাম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকারের পরিবহণ দফতর। ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য় একটি সুজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে জানান পরিবহণ মন্ত্রী। এর প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে।

Related Video