- Home
- West Bengal
- Kolkata
- Kolkata News: বিশ্বের সবথেকে মন্থর শহর রয়েছে দেশের এই রাজ্যে, আপনার শহরের নম্বর কত জানুন
Kolkata News: বিশ্বের সবথেকে মন্থর শহর রয়েছে দেশের এই রাজ্যে, আপনার শহরের নম্বর কত জানুন
কলকাতা। নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে সিটি অফ জয়ের নানা প্রতিচ্ছবি। কিন্তু আপনি কী জানেন বিশ্বের দ্বিতীয় মন্থর শহর হিসেবে উঠে এসেছে প্রাণের শহর কলকাতার নাম! কারণ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন…
- FB
- TW
- Linkdin
)
বিশ্বের দ্বিতীয় মন্থর শহর কলকাতা
সম্প্রতি দ্য টমটমম ট্র্যাফিক ইনডেক্সের সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই সংস্থা বিশ্বের ৬২টি দেশের ৫০০ শহরের ওপর যানজট প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করেছিল। সেখানে ভারতের তিনটি শহরের নাম রয়েছে ওই তািকায় পরপর। জানা গিয়েছে কলম্বিয়ার ব্যারেনকিলার পর কলকাতা হল বিশ্বের দ্বিতীয় মন্থর শহর।
কেন কলকাতা মন্থর শহর
কলকাতা মন্থর শহর হিসেবে পরিচিত হওয়ার প্রধান কারণ হল, যানজট এবং দুর্বল পরিবহন ব্যবস্থা। এছাড়াও, ঐতিহাসিক শহরটির অবকাঠামো এবং পুরনো রাস্তাগুলি আধুনিক চাহিদার সঙ্গে তাল মেলাতে পারে না,। যা ভ্রমণকে আরও কঠিন করে তোলে।
কলকাতায় যানজটের সমস্যা
অফিস টাইম হোক কিংবা অন্য কোনও সময়। কলকাতার রাস্তায় যানজট একটি নিয়মিত সমস্যা, যা ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। ফলে এখানকার রাস্তায় প্রচুর গাড়ি, মানুষ। যা মন্থর হওয়ার অন্যতম কারণ।
শহরে অত্যাধিক জনসংখ্যার চাপ
কলকাতা একটি ঘনবসতিপূর্ণ শহর এবং এর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, পরিবহন ব্যবস্থার উপর চাপ আরও বাড়ে। ফলে কলকাতা ক্রমশ মন্থর হয়ে পড়ছে।
কলকাতা শহরের অবকাঠামো
এই শহরে পুরনো রাস্তা এবং দুর্বল অবকাঠামো যানজট এবং ভ্রমণের গতিকে আরও কমিয়ে দেয় ফলে যানজটও হয় তীব্র। যা এই মন্থর গতির সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।
কলকাতা শহরে বাড়ছে দূষণ
দূষণও একটি বড় সমস্যা, যা শহরের পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শুধু যান্ত্রিক বা শব্দ দূষণ নয়। এখন কলকাতা শহরে দৃষ্টি দূষণও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বের মন্থর শহরের তালিকায় ভারতের একাধিক শহর
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী , বিশ্বের সবথেকে মন্থর শহরের তালিকায় ভারতের একাধিক শহরের নাম রয়েছে। সেগুলি যথাক্রমে রয়েছে ২,৩ ও ৪ নম্বরে।
তালিকায় কত নম্বরে ভারতের কোন শহরের
সমীক্ষা বলছে দ্য টমটমম ট্র্যাফিক ইনডেক্সের মতে কলকাতা হয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় বেঙ্গালুরু ও চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্রের পুনে শহরের নাম।
তালিকায় পঞ্চম বিশ্বের কোন শহর?
দ্য টমটমম ট্র্যাফিক ইনডেক্সের সমীক্ষায় বিশ্বের পঞ্চম মন্থর শহর হিসেবে নাম উঠে এসেছে লন্ডনের। ঐতিহাসিক এই শহর মন্থর হিসেবে তালিকায় রয়েছে পাঁচে।
মন্থর গতির তালিকায় নেই কোন শহর?
তালিকায় ভারতের তিনটি শহর। পেরুর দুটি শহর থাকলেও অন্য দেশের যেমন, উত্তর আমেরিকা, আফ্রিকা মহাদেশের একটি শহরও এই তালিকায় নেই।