সংক্ষিপ্ত
রবিবার সকাল ৯টায় কলকাতার লেদার কমপ্লেক্সের ভিতর সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ হচ্ছিল। রাসায়নিক বর্জ্য পরিষ্কার করা হচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করেই নর্দমার মধ্যে নেমে সাফই চলছিল খাস কলকাতায় (Kolkata)। ম্যানহোলের মধ্যে নেমে সাফাই করছিলেন তিন সাফাই কর্মী (Sanitation Worker)। হঠাৎ পাইপ লাইন ফেটে ভিতরে পড়ে যান তিন জন। নালার গভীরতা ছিল প্রায় ১০ ফুট। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ম্যানহোলের মধ্যে থেকে উদ্ধার করা হল তিন সাফাইকর্মীর নিথর দের। এই ঘটনা কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায়। মৃত তিন সাফাই কর্মী হলেন, ফরজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টায় কলকাতার লেদার কমপ্লেক্সের ভিতর সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ হচ্ছিল। রাসায়নিক বর্জ্য পরিষ্কার করা হচ্ছিল। পরিষ্কারের কাজ করছিলেন তিন জন। তারা নেমেছিলেন ম্যানহোলের মধ্যে। হঠাৎ তিন জনই একটি পাইপলাইন ভেঙে ভিতরে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলতাতা পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রথমে দঁড়ি দিয়ে বেঁধে টেনে তোলার চেষ্টা করা হয়। কিন্তু তিন জনই রাসায়নি বর্জ্যর মধ্যে পড়ে গিয়ে জ্ঞান হারান। প্রায় চার ঘণ্টা পরে দুপুর ২টো নাগাদ তিন জনের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উচ্ছিষ্ট চামড়ার বর্জ্যর বিষাক্ত গন্ধেই শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জনিয়েছেন, প্রথমে একজন ম্যানহোলের মধ্যে নেমেছিল। তিনি আর উঠছেন না দেখে বাকি দুই জন সাফাইকর্মী ম্যানহোলের মধ্যে নামেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছিল। নামান হয়েছিল ডুবুরি। শেষপর্যন্ত তিন জনকে উদ্ধার করা গেলেও কাউকে প্রাণে বাঁচান যায়ন। তিন জনই ছিলেন পরিযায়ী শ্রমিক। প্রত্যেক বাড়ি মুর্শিদাবাদে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছিলেন। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কী করে মানুষ নামিয়ে নর্দমা সাফাই করা হচ্ছিল তাই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।