সংক্ষিপ্ত
একের পর এক ধর্ষণের ঘটনা আসছে সামনে। ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। তারপর জয়নগরে ৯ বছরের শিশুর ধর্ষণের খবর আসে প্রকাশ্যে। এরপরই জোড়া ধর্ষণের খবর আসে সামনে। উত্তর কলকাতার চিৎপুর এবং দক্ষিণ কলকাতার হরিদেবপুরের ধর্ষণের ঘটনায় সকলে চমক পান। এবার ফের এক ধর্ষণের ঘটনা এল প্রকাশ্যে। এবার সিনেমায় অভিনয়ের টোপ দিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়।
সোদপুরের উঠতি মডেলকে নামী প্রোডাকশন হাউসে কাজে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রথমে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিল অভিযুক্তরা। এরপর সেই টাকা ফেরত চাইতেই আলোচনার নাম করে ডেকে গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ উঠল ছয় যুবকের বিরুদ্ধে। বেনিয়াপুকুর থানায় অভিযোগ জমা পড়েছে। দু জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও ৪ জন ফেরার রয়েছে।
জানা গিয়েছে, ৬৪ লক্ষ টাকা হাতিয়েছে সোদপুরের ওই তরুণীর কাছ থেকে। তার মধ্যে ৩৪ লক্ষ টাকার লেনদেন ব্যাঙ্কের নথি উদ্ধার করেছে পুলিশ। বাকি ৩০ লক্ষ টাকা নগদে লেনদেন হয়েছে বলে খবর। টাকা দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও সিনেমায় ডাক পাননি নির্যাতিতা। এরপর টাকা ফেরত দেওয়ার নাম করে আলোচনায় ডাকে তাঁকে। সেখানেই ধর্ষণ করা হয় তাঁকে।
প্রকাশ্যে এল এমন খবর। একের পর এক ধর্ষণের খবর আসছে সামনে। আরজি কর আন্দোলন চলছে এখনও। জুনিয়র ডাক্তাররা এখনও আন্দোলন করে চলেছেন। আজ প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রতীকী অনশন চলছে।