Pathuriaghata Street Fire: সপ্তাহের শুরুতেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যু হল দুজনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিট এলাকায়। মৃত দুজনকে রবিবার রাতে আগুনের মধ্য থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
Pathuriaghata Street Fire: সপ্তাহের শুরুতেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যু হল দুজনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিট এলাকায়। মৃত দুজনকে রবিবার রাতে আগুনের মধ্য থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে তাঁদের দুজনেরই মৃত্যুর খবর মিলেছে।
কীভাবে আগুন লাগল পাথুরিয়াঘাটা স্ট্রিটে (Pathuriaghata Street Fire):-
সূত্রের খবর, রবিবার গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। জানা গিয়েছে, ওই গুদাম থেকে দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এবং পুলিশ ও দমকল কর্মীদের সহায়তায় বাকি লোকজনদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাতেও অবশ্য শেষরক্ষা হয়নি। সোমবার ভোর নাগাদ অচৈতন্য অবস্থায় ওই দুজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হলে এদিন সকালে তাঁদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, রবিবার রাত ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। আগুন লাগার পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দাহ্য পদার্থ থাকার কারণে এবং কাপড় থাকার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ওইখানে এখনও একটু পকেট ফায়ার রয়েছে বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে।
এদিকে পাথুরিয়াঘাটা স্ট্রিটের(Pathuriaghata Street Fire News) যে বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সেই বাড়িটি একদম সরু গলির ভিতরে হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের (Kolkata Fire News)। তবে দমকল কর্মীদের তৎপরতায় ঘন্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধোঁয়ায় যে দুজনের মৃত্যু হয়েছে তারা এ রাজ্যের বাসিন্দা নন। তাঁদের বাড়ি রাজস্থানে। মৃতদের নাম কিষান লাল উপাধ্যায় এবং সুনীল কুমার শর্মা। তাঁরা দুজনেই ওই আবাসনের পুরোহিত ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মনে করা হচ্ছে, অতিরিক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে তাঁরা মারা গিয়েছেন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (West Bengal News)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


