SSC Scam News: হকের চাকরি ফিরে পেতে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। ফের করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসলেন সদ্য চাকরিহারারা। তাঁদের দাবি একটাই, প্রকাশ করতে হবে ২০১৬ সালের যোগ্য-অযোগ্যদের তালিকা।  

SSC Scam News: সুপ্রিম কোর্টের রায়ে গত ৩ এপ্রিল চলে গিয়েছে ২০১৬ সালের SLST-র শিক্ষক-শিক্ষিকাদের চাকরি। শীর্ষ আদালতের রায়ে হঠাৎ করে রাজ্যের একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়ায় মাথার উপর আকাশ ভেঙে পড়েছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার।

হকের চাকরি ফিরে পেতে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। এবার ফের করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসলেন সদ্য চাকরিহারারা। তাঁদের দাবি একটাই, প্রকাশ করতে হবে ২০১৬ সালের যোগ্য-অযোগ্যদের তালিকা। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর যোগ্য-অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (SSC Scam News)।

জানা গিয়েছে, সেই আবহে এদিন দুপুর ১২টা থেকে সল্টলেকের এসএসসি ভবন চত্বরে শুরু হয়েছে চাকরিহারাদের জমায়েত। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তারা এখানে অবস্থানে বসবেন। শুধু তাই নয়, তাঁরা আরও জানিয়েছেন, প্রকাশিত সেই তালিকার বয়ান কী হবে, বা তালিকায় তাঁরা সন্তুষ্ট কি না, সে সব দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, অযোগ্য নয় এমন শিক্ষকরা স্কুলে ফিরতে পারবেন। ২০১৬ এসএসসি'র ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দেয় সুপ্রিম কোর্ট (Supreme court on SSC Scam)। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয় যে, চিহ্নিত অযোগ্য (টেন্টেড) নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ দেয়, আগামী ৩১ মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। ফলে যাদের যোগ্য ও অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, সেই সমস্ত শিক্ষকদের চাকরি আপাতত বহাল রইল। বৃহস্পতিবারের নির্দেশিকায় এমনটাই জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।