সংক্ষিপ্ত

RamNavami Kolkata: দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। রাজ্যেও থেকেই শুরু হয়েছে রামনবমী উৎসব পালন। সকাল থেকেই কলকাতা সহ জেলায়-জেলায় রামের উৎসবে মেতেছেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা। এদিকে রামের জন্মদিনের আবহে বাংলায় অশান্তি ঠেকাতে এবার রাজভবনেও খোলা হল পিসরুম।

RamNavami Kolkata: দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। এ রাজ্যেও সকাল থেকেই শুরু হয়েছে রামনবমী উৎসব পালন। সকাল থেকেই কলকাতা সহ জেলায়-জেলায় রামের উৎসবে মেতেছেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা। এদিকে রামের জন্মদিনের আবহে বাংলায় অশান্তি ঠেকাতে এবার রাজভবনেও খোলা হল পিসরুম। শুধু তাই নয়, রাজভবনের তরফে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে, রাজ্যজুড়ে রামনবমী শান্তিপূর্ণভাবে পালিত হয়। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা এবং যথেষ্ট সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করার কথাও বলা হয়েছে।

ভোটের মতোই এবার রামনবমীতে রাজভবনের তরফে ২৪x৭ "পিস রুম" আবার চালু করা হয়েছে। সেখানে বাড়তি কর্মী নিযুক্ত করা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এছাড়াও রাজভবনের তরফে টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রাক্তন আইজি, এসএসবি, টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটি র‍্যাপিড অ্যাকশন টিমও গঠন করা হয়েছে, যারা দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে।

 

শুধু তাই নয়, রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের তরফে সকলকে আশ্বস্ত করা হয়েছে। যাতে সবাই মিলে এই আনন্দঘন দিনটিকে মর্যাদা ও শালীনতার সঙ্গে উদযাপন করা হয়। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজভবন যে সদা সচেষ্ট সে কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে রামনবমী উৎসব শান্তিপূর্ণ ভাবে মেটাতে তৎপর প্রশাসন-রাজভবন সকলেই। 

রাজভবন পিস রুম যোগাযোগ নম্বর: 

ফোন: ০৩৩-২২০০১৬৪১

ইমেল:

logsabha.rajbhavankolkata@gmail.com

generalcellgs@gmail.com

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।