CV Anand Bose: সদ্য ফিরেছেন অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শন করে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তাঁর অসুস্থতার খবর। জানা গিয়েছে, অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস । হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তাঁর। বাংলার রাজ্যপালকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
CV Anand Bose: সদ্য ফিরেছেন অশান্ত মুর্শিদাবাদ পরিদর্শন করে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তাঁর অসুস্থতার খবর। জানা গিয়েছে, অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তাঁর। বাংলার রাজ্যপালকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে রাজ্যপালকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে সূত্রের খবর। তাঁর বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর মিলছে। রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে শালবনি রওনা হওয়ার আগে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Mamata on CV Anand Bose):-
রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে সোমবার সকালে আলিপুর কম্যান্ড হাসপাতালে তাঁকে দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপালের শরীর খারাপ। দেখে এলাম। চিকিৎসা চলছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"
বর্তমানে রাজ্যপালকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে এনজিওগ্রাফি বা বাইপাস সার্জারির মতো পদক্ষেপ নেওয়া হবে বলেই হাসপাতাল সূত্রে খবর। রাজ্যপালের নিরাপত্তা ও চিকিৎসার জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে, আলিপুর কম্যান্ড হাসপাতালে মাঝেমধ্যেই শারীরিক পরীক্ষা করাতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালেও সেখানে গিয়েছিলেন তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতে। জানা গিয়েছে, রাজ্যপালের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর হার্টে দুটি ব্লকেজ ধরা পড়ে। তড়ঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বাংলার রাজ্যপাল।
অন্যদিকে, সোমবার দুপুরে শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। এদিন রাজ্যপালের অসুস্থতার খবরে আগে তাঁকে দেখতে হাসপাতলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে চলে যান হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। জানা গিয়েছে, সেখান থেকে সোজা শালবনি রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে শালবনিতে ৮০০ মেগাওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


