'আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব' পুজোর মধ্যে ঠিক কীসের পরিকল্পনা শুভেন্দুর?

বিজেপির কালীঘাট চলো সভা থেকে একই দিনে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুজোতে ১০০০ হাজার অভয়া মঞ্চ গড়ে বিজেপি আড়াই কোটি সই সংগ্রহ করবে বলেও জানিয়েছেন তিনি।

Share this Video

বিজেপির কালীঘাট চলো সভা থেকে একই দিনে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুজোতে ১০০০ হাজার অভয়া মঞ্চ গড়ে বিজেপি আড়াই কোটি সই সংগ্রহ করবে বলেও জানিয়েছেন তিনি। দেখুন কী বললেন শুভেন্দু। 

Related Video