- Home
- West Bengal
- Kolkata
- বিকেলে আকাশ হবে মেঘলা, নামবে ঝুপঝুপে বৃষ্টি! আগামিকাল থেকেই শীতের কামড় কলকাতা থেকে জেলায়?
বিকেলে আকাশ হবে মেঘলা, নামবে ঝুপঝুপে বৃষ্টি! আগামিকাল থেকেই শীতের কামড় কলকাতা থেকে জেলায়?
- FB
- TW
- Linkdin
এই বছর অনেক ধীর গতিতে রাজ্যে প্রবেশ করেছে শীত। মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছুটা দেরি হয়েছিল।
তবে এখন আর বাধা নেই। এবারে নামবে তাপমাত্রা।
এরই মাঝে অবশ্য বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে।
ফলত আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পতন লক্ষ্য করা যাবে।
আগামী দু’দিনেই তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
১৫ই ডিসেম্বর এর পর থেকে আরও জাঁকিয়ে পড়বে শীত। এরই সাথে চ্যালেঞ্জ হতে পারে কুয়াশা।
এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal Weather)। সকাল থেকেই উত্তরের একাধিক জেলায় মেঘলা আকাশ।
আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। যদিও ভারী বৃষ্টি হবে না।