- Home
- West Bengal
- Kolkata
- সোমবার থেকে ভিজতে হবে বৃষ্টিতে! একধাক্কায় বাড়বে ঠাণ্ডার কাঁপুনি! জেনে নিন আবহাওয়ার আপডেট
সোমবার থেকে ভিজতে হবে বৃষ্টিতে! একধাক্কায় বাড়বে ঠাণ্ডার কাঁপুনি! জেনে নিন আবহাওয়ার আপডেট
- FB
- TW
- Linkdin
ওঠা-নামা করছে তাপমাত্রা। এই ঠান্ডা তো এই চড়ছে পারদ। সবমিলিয়ে জানুয়ারিতেও আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার সকলে।
রবিতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) খানিকটা বেড়েছে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে এক ধাক্কায় কমবে ঠান্ডার আমেজ। আরও কিছুটা বাড়বে তাপমাত্রা
থমকে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে।
এদিকে বঙ্গোপসাগর থেকে আগত পূবালী হাওয়ার প্রভাব ক্রমেই বাড়ছে। ফলত বাড়ছে তাপমাত্রাও।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।
তারপর বুধবার থেকে ফের পারদ নামবে। ফিরবে শীতের আমেজ।
আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।
আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে।
তবে বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে। তবে কোথাও সতর্কতা জারি নেই।
সোমবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
তুষারপাত হতে পারে দার্জিলিঙের একটি বা দুটি অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার অধিক প্রভাব লক্ষ্য করা যাবে।