সংক্ষিপ্ত
শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম শহরে। ভোর থেকেই মেঘলা আকাশ, দিনভর বিক্ষীপ্তভাবে বৃষ্টি হতে পারে। বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়াও।
শনিবারের দুপুরে ঝেঁপে বৃষ্টি কলকাতায়। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতায় নয় শহরতলীতেও। রবিবার বৃষ্টির প্রভাব আরও বাড়বে বলেই মনে জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
শুক্রবার দিনভর ভ্যাপসা গরমের পর শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম শহরে। ভোর থেকেই মেঘলা আকাশ, দিনভর বিক্ষীপ্তভাবে বৃষ্টি হতে পারে। বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়াও। দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জ্বলীয় বাষ্পের উপস্থিতির জ ন্য কমেনি গুমোট ভাব। সপ্তাহ শেষে ভ্যাপসা গরমেই ঘুম ভাঙল শহরবাসীর। গত বৃহস্পতিবারই প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে তিলোত্তমা। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। মাঝে বুধবার বাড়ে গরমের প্রভাব, তবে পরের দিনই আবার প্রবল বৃষ্টি শহরে।
শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ শহরে। গতকালের তুলনায় সামান্য কমল তাপমাত্রার প্রভাবও। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বইবে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির প্রভাবে তাপমাত্রার কতটা পরিবর্তন হবে সেবিষয় যদিও কিছু বলা হয়নি। তবে সাময়িকভাবে ভ্যাপসা গরম খানিকটা কাটবে বলে আশা করা হচ্ছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৯ শতাংশ।
আরও পড়ুন -
শুক্রবারও কালবৈশাখীর কালো মেঘে ঢাকবে আকাশ, সপ্তাহান্তেও কি অব্যহত বৃষ্টি?
প্রাণ জুড়োনো ঠান্ডা হাওয়ায় গা ভাসাল শহর, বাজ-বৃষ্টিতে বৈশাখের প্রথম কালবৈশাখী পেল বাংলা