- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: উত্তর থেকে দক্ষিণে অব্যহত বৃষ্টি, দেখুন সপ্তাহান্তে সতর্কতা জারি কোন কোন জেলায়
Weather Update: উত্তর থেকে দক্ষিণে অব্যহত বৃষ্টি, দেখুন সপ্তাহান্তে সতর্কতা জারি কোন কোন জেলায়
সপ্তাহান্তেও বদল নেই আবহাওয়ায়। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী সপ্তাহের বেশ কিছুদিনও একই ছবি দেখা যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
| Published : Aug 26 2023, 07:25 AM IST
- FB
- TW
- Linkdin
সপ্তাহের শেষেও অব্যহত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।বেশ কিছু জেলায় আবহাওয়ার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
শনিবারও সকাল থেকেই মেঘলা আকাশ শহরের একাধিক এলাকায়। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে।
নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত। তার প্রভাবে জলীয় বাষ্পের আধিক্য বেড়েছে পশ্চিমবঙ্গে।
তবে তাপমাত্রায় বিশেষ বদল আসেনি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রায় বদল না এলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কমেনি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গের আবহাওয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যেতে পারে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে।