- Home
- West Bengal
- Kolkata
- নিম্নচাপের জেরে শীতে বাধা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাড়বে গরম, জেনে নিন কত তাপমাত্রা থাকবে কলকাতায়
নিম্নচাপের জেরে শীতে বাধা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাড়বে গরম, জেনে নিন কত তাপমাত্রা থাকবে কলকাতায়
- FB
- TW
- Linkdin
দেশজুড়ে চলছে ঠান্ডার তাণ্ডব। উত্তর ভারতের কয় রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে।
দেশের কোনও কোনও জায়গায় তাপমাত্রা মাইনাসে নেমে গিয়েছে। আবার কোথাও শৈত্যপ্রবাহ জারি হয়েছে।
দেশের পার্বত্য অঞ্চলে তুষারপাত হচ্ছে। এই সব জায়গায় ঠান্ডায় কাঁপছে সকলে।
আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ চলবে দেশের কয়টি রাজ্যে। তবে, এই তালিকায় নেই বাংলা।
রিপোর্ট বলছে সপ্তাহান্তে মেঘলা আকাশ থাকবে বাংলাতে। উত্তরের দার্জিলিং এবং দক্ষিণের কলকাতার-সহ সমস্ত জেলায় হতে পারে বৃষ্টি।
বর্তমানে নিম্নচাপের জেরে কলকাতায় তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি মতো বাড়তে পারে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পারদ হবে উর্ধ্বমুখী। ধীরে ধীরে ধীরে বাড়বে গরম। প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে শনিবারের মধ্যে।
সব মিলিয়ে দেশের বিভিন্ন রাজ্যে জাঁকিয়ে শীত পড়লেও এরাজ্যে সে অর্থে শীত নেই।
আবার তাপমাত্রা বাড়তে পারে বঙ্গে। আপাতত শনিবার পর্যন্ত প্রায় ৪ ডিগ্রি বাড়বে বঙ্গে।