- Home
- West Bengal
- Kolkata
- Weather update: সপ্তাহান্তেও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ধীরে ধীরে কমতে পারে দুর্যোগ
Weather update: সপ্তাহান্তেও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ধীরে ধীরে কমতে পারে দুর্যোগ
- FB
- TW
- Linkdin
শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। সপ্তাহের শেষ দিনেও একইভাবে বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
বেলা বেড়ার সঙ্গে সঙ্গে বেশকিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলায় পশ্চিমবঙ্গে একটানা বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গেছে। তবে, শুক্রবার থেকে সেই অবস্থার কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
নাগারে বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও গরমের প্রভাব অনেকটাই কম। গতকালের তুলনায় তাপমাত্রায় বিশেষ হেরফের দেখা যায়নি।
১৯ অগাস্ট, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ২৭ ডিগ্রি সেলসিয়াসে।
তবে জলীয়বাষ্পের উপস্থিতির জন্য থাকবে আর্দ্রতা জনিত অস্বতি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৯২ শতাংশ।
শনিবার দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টি হওয়ার পর রবিবার থেকে আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সাথে বাড়তে পারে তাপমাত্রা।
অন্যদিকে, উত্তরবঙ্গেও টানা কয়েকদিন ভারী বৃষ্টির পর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে।