- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সোমবার থেকে বাড়তে পারে গরম, রইল আবহাওয়ার আপডেট
Weather Update: চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সোমবার থেকে বাড়তে পারে গরম, রইল আবহাওয়ার আপডেট
এই সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

সদ্য আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। এই সপ্তাহজুড়ে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
সূত্রের খবর, এই সপ্তাহের শেষ কদিন বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে হালকা বাতাস। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা আছে।
শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ ৪০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
ঝোড়ো হাওয়া চলবে রবিবার পর্যন্ত। চলবে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি। এমনই জানাল হাওয়া অফিস।
সোমবার থেকে ক্রমশ বদল হবে আবহাওয়া। বাড়তে পারে গরম। এমনই ইঙ্গিত দিল হাওয়া অফিস।
আজ সকালে হালকা ও মাঝারি কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় এবং তাপমাত্রা কম থাকবে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তেমনই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকায় মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে বাড়বে গরম।
আজ শুক্রবার বিকেলে বা রাতে কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির সম্ভাবনা আছে।
রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে জোড়ো হাওয়া।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার বৃষ্টির তাণ্ডব চলবে জেলায় জেলায়। তবে ঝড় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে শনিবার থেকে।
ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে জেলাগুলোতে। কালবৈশাখীর জেরে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সব মিলিয়ে আজ চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সোমবার থেকে বাড়তে পরে গরম। এমনই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

