- Home
- West Bengal
- Kolkata
- মুহূর্তে বদল হবে আবহাওয়া, বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, রইল আবহাওয়ার পূর্বাভাস
মুহূর্তে বদল হবে আবহাওয়া, বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা, রইল আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ারও সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি।

ক্রমে বদল হচ্ছে আবহাওয়া। এবছর ফেব্রুয়ারিতেই বেড়েছে গরমের দাবদাহ।
কদিন ধরে গরমে হাঁপিয়ে উঠেছিলেন কসকাতা সহ বিভিন্ন জেলার মানুষ। এবার মিলবে স্বস্তি।
শীত বিদায় জানালেও সকলকে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আজ বৃহস্পতিবার থেকে ভিজবে বিভিন্ন জেলা ও শহর কলকাতা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আজ রাজ্য জুড়ে আছে বৃষ্টির পূর্বাভাস। আজ যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তেমনই আজ শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইবে।
৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে পুরুলিয়া, মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে।
কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে.
শনিবার হবে শিলাবৃষ্টি। তেমনই রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন জেলায়।
আজ গরম অন্যান্য দিনের তুলনায় কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। তেমনই সর্বনিম্ন থাকবে ২৩ ডিগ্রি।
সব মিলিয়ে আগামী রবিবার পর্যন্ত হবে বৃষ্টি।