সংক্ষিপ্ত

আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। তীব্র দাবদাহ থাকবে পয়েলা বৈশাখেও। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা কমার কোনও লক্ষণই নেই।

বৈশাখের আগেই প্রখর তাপে জ্বলছে বাংলা। তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ভোর থেকে প্রখর রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দাবদাহও। এপ্রিলের শুরুতেই ৪০ ডিগ্রি ছুঁই ছুই তাপমাত্রা। সূর্য মধ্য গগণে যেতে যেতে গৃষ্মের প্রখরতা এতটা বাড়ে যে বাড়ি থেকে বেরোনওই দায়ে হয়। খুব প্রয়োজন ছাড়া দুপুর ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোরই পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। তীব্র দাবদাহ থাকবে পয়েলা বৈশাখেও। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা কমার কোনও লক্ষণই নেই। তবে বৈশাখের আগেই কালবৈশাখী উপভোগ করতে পারে বাংলার পড়শি রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ড। আগামী কয়েকদিনে ওড়িশায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি হালকা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডেও। তবে এক্ষুণি দক্ষিণবঙ্গে কোনও কাল বৈশাখীর সম্ভাবনা নেই।

১২ এপ্রিল, বুধবারও পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। তীব্র দাবদাহে দিনের বেলায় রাস্তায় বেরনো দায়ে হয়ে দাঁড়িয়েছে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরনোরই পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস এই প্রখর তাপ থেকে স্বস্তির কোনও বার্তা এক্ষুণি দিচ্ছে না হাওয়া অফিস। বরং আগামী কয়েকদিনে আরও বাড়ছে তাপমাত্রা। পয়েলা বৈশাখে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ। বুধবারও সকাল থেকেই ঊর্ধ্বমূখী শহরের তাপমাত্রা। ১২ এপ্রিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তীব্রতাও। এক্ষুণি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৯ শতাংশ।

আগামী কয়েকদিনের মধ্যেই ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রার পারদ। রাজ্যের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হচ্ছে। গত সোমবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পয়েলা বৈশাখে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছোবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এক্ষুণি বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৬ শতাংশ। মালদহ বা বীরভূমেও তাপমাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা ছিল। এরই মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার আশা দেখিয়েছিল আবহাওয়া দফতর। গাঙ্গেয় বঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে হাওয়া অফিস জানিয়েছিল। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। তবে, অল্প বৃষ্টির পরেই ফের চড়তে শুরু করবে পারদ। আগামী ৫ দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। রবিবার উত্তরবঙ্গের আকাশ একেবারেই শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য বঙ্গেও আগামী ৫ দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন - 

একধাক্কায় দাম বাড়ল তেলের! শহর কলকাতায় আজ পেট্রল ডিজেলের দর কত, জেনে নিন

রাহুল গান্ধীর '২০ হাজার কোটি টাকা কোথা থেকে এল?', প্রশ্নের জবাবে লম্বা বিবৃতি আদানিদের

সপ্তাহের শুরুতেই কমতির পথে সোনার দাম, দেখে নিন আজ কত হল হলমার্কের দর